স্বরলিপির (Swaralipi Chattopadhyay) অভিযোগ, ‘উৎসব যোধপুর পার্ক’-এর জন্য তাঁর কাছে চাঁদা চাওয়া হয়। শনিবার এসে বলে যাওয়া হয়, চেক তৈরি রাখার জন্য। বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে অবস্থিত 'আবার বৈঠক' নামে তাঁর ক্যাফেটেরিয়ায় তিন জন এসে চেক চান। স্বরলিপির দাবি, তিনি বলেন, ব্যবসার অবস্থা ভাল নয়। টাকা দিতে পারবেন না। সে'কথা শুনে তিন জন বেরিয়ে যান এবং কিছুক্ষণের মধ্যেই ক্লাবের সদস্য বিজয় দত্ত ১৫-১৬ জনকে নিয়ে ক্যাফেতে এসে হুমকি দেন ক্যাফে ভাঙচুর করার, চলতে থাকে অশালীন ভাষায় গালিগালাজ! স্বরলিপি (Swaralipi Chattopadhyay) এই গোটা ঘটনা মোবাইলে ভিডিও করছিলেন, তা দেখতে পেয়েই তাঁর মোবাইল কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ।
advertisement
আরও পড়ুন: ফারহান-শিবাণীর হলদি সেরেমনিতে রিয়া চক্রবর্তী! আর কারা নিমন্ত্রিত দেখুন
এর পর লেক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বরলিপি চট্টোপাধ্যায়। এখানেই শেষ নয়, তিনি যখন থানা থেকে ফিরছিলেন, দেখেন একাধিক বাইক তাঁকে ফলো করছে! এরমধ্যে তিনি একজনকে চিনতে পারেন। স্বরলিপির ভাষায়, '' আমি আমার এক বন্ধুর সঙ্গে, তাঁর গাড়িতে চেপেই লেক থানায় গিয়েছিলাম। থানা থেকে ফেরার সময় দেখি অনেকগুলো বাইক আমাদের গাড়ি ফলো করছে! এরমধ্যে একজনকে আমি চিনতে পারি। আমার ক্যাফেতে যে ১৫-১৬ জন এসে হুমকি দিয়েছিল, তাদের মধ্যেই ছিল ওই ব্যক্তি। কমলা রং-এর জ্যাকেট পরেছিল, চিনতে অসুবিধা হয়নি।''
স্বরলিপির আরও অভিযোগ, এরপর ২জন বাইক নিয়ে তাঁদের রাস্তা আটকানোর চেষ্টা করে। সেই সময় স্বরলিপির বন্ধু, যিনি গাড়ি চালাচ্ছিলেন, তিনি বুদ্ধি করে যাদবপুর থানার সামনে গিয়ে গাড়ি থামান। স্বরলিপি লেক থানায় ফোন করে গোটা বিষয়টি বলেন। পুলিশ এসে তাঁকে বাড়ি পৌঁছে দেন। ঘটনার পর থেকেই আতঙ্কিত স্বরলিপি চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: ''যখনই কোনও গান বানাই, ঈশ্বরের কাছে পৌঁছানোর চেষ্টা করি''...না ফেরার দেশে বাপ্পিদা
উৎসব কমিটির সভাপতি রতন দে বলেন, ‘এমন ঘটনা হওয়ার কথা নয়। খোঁজ নিয়ে দেখব।'' লেক থানা সূত্রে খবর, একটি অভিযোগ এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ‘উৎসব যোধপুর পার্ক’ অনুষ্ঠিত হওয়ার কথা, তার আগেই এ হেন ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়।