বি-টাউনে ফের গ্র্যান্ড ওয়েডিং এর প্রস্তুতি শুরু। বিয়ের পিঁড়িতে বসছেন ফারহান আখতার ও শিবাণী দন্ডেকর। প্রিওয়েডিং অনুষ্ঠান আজ থেকেই শুরু হয়ে গেল। দেখে নেওয়া যাক কোন কোন বলি তারকা নিমন্ত্রিত।
2/ 11
শিবাণীর দিদি অনুষা দণ্ডেকর হলুদ রঙের শাড়িতে নজর কাড়লেন। মাথায় টিকলি সাজে নাটকীয়তা যোগ করেছে।
3/ 11
হলদি সেরেমনি। তাই হলুদ পরে হাজির সবাই। ইতিমধ্য়েই বিয়ের প্রস্তুতি শুরু।
4/ 11
অনুষার সঙ্গে তাঁদের আর এক বোন অপেক্ষা দন্ডেকর।বলিউডে এখন এটাই চর্চিত বিষয়।
5/ 11
অভিনেত্রী অমৃতা অরোরাও হাজির। পরে এলেন হলুদ রঙের একটি ডিজাইনার পোশাক।
6/ 11
শিবাণীর বন্ধু অভিনেত্রী রিয়া চক্রবর্তী। আখতার পরিবারের সঙ্গেও তাঁর ভালো সম্পর্ক। রিয়াকেও দেখা গেল।
7/ 11
পরিবারে বিয়ে। তাই ব্যস্ততা তো থাকবেই। এমনই ব্যস্ত রূপে দেখা গেল শাবানা আজমিকে। পরিবারে বিয়ে। তাই ব্যস্ততা তো থাকবেই। এমনই ব্যস্ত রূপে দেখা গেল শাবানা আজমিকে।
8/ 11
বিয়ের অনুষ্ঠানে রিয়া চক্রবর্তীকে নাচতে দেখা যাবে। এমনই শোনা যাচ্ছে।
9/ 11
গায়ে হলুদে নিমন্ত্রিত অতিথিদের সঙ্গে ব্যস্ত শাবানা আজমি।
10/ 11
অমৃতা বেছে নিয়েছেন একটি ইন্দো ওয়েস্টার্ন পোশাক। চোখে পরেছেন সানগ্লাস।