মুম্বইয়ের সান্তাক্রুজ-এর পবন হংস মহাশ্মশানে অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য নিয়ে যাওবা হয় বাপ্পি লাহিড়ির মরদেহ। ফুল, মালা, বাপ্পি লাহিড়ির ছবি দিয়ে সাজানো একটি ট্রাক মহাশ্মশানের উদ্দেশে রওনা হয়। চারপাশে উপচে পড়ে অনুরাগীদের ভিড়। শ্মশানে প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছেন শক্তি কাপুর, আলকা ইয়াগনিক, মিকা সিং, ইলা অরুণ-সহ বলিউডের বহু তারকা!
গত বছর এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। ভর্তি হয়েছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়িও ফেরেন। মঙ্গলবার মধ্যরাতে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’-তে আক্রান্ত হয়ে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, গত প্রায় একমাস তিনি বিভিন্ন শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন।