TRENDING:

Jhanvi Kapoor : শ্রীদেবীতনয়া জাহ্নবী এ বার ‘হেলেন’

Last Updated:

শ্রীদেবীর (Sridevi) কন্যা জাহ্নবী কাপুর (Jhanvi Kapoor) এ বার আসছেন নতুন অবতারে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ‘নদিয়োঁ পার সজন না জানা’ (Nadiyon Paar Sajan Na Jaana) গানে নিজের রূপের জাদু দিয়ে দর্শককে কাবু করে নিয়েছেন শ্রীদেবীর (Sridevi) কন্যা জাহ্নবী কাপুর (Jhanvi Kapoor)। এবার তিনি আসছেন নতুন অবতারে। মলয়ালম ছবি ‘হেলেন’-এর (Helen) হিন্দি রিমেক হচ্ছে বলিউডে। যেখানে জাহ্নবী রয়েছেন মূল চরিত্রে। সূত্রের খবর, আগামী অগাস্টে শুরু হবে হেলেন ছবির শুটিং। প্রথমেই ইন্ডোর শুট করা হবে বলে জানা গিয়েছে। সেই নিয়ে নির্মাতারা এখন প্রস্তুতি চালাচ্ছেন। হিন্দি রিমেকটির নাম নিয়ে এখনও জল্পনা চলছে। শোনা গিয়েছে হিন্দি ছবির নাম রাখা হতে পারে মিলি (Mili)।
advertisement

জাহ্নবী কাপুরের এই নতুন ছবির শুটিং ২০২১-এর জুন থেকেই শুরু করার কথা ছিল। কিন্তু, করোনার দ্বিতীয় ঢেউ, লকডাউন এ সবের কারণে সব কিছু পিছিয়ে গিয়েছে। হিন্দি ছবিটির পরিচালনা করছেন মথুকুট্টি জেভিয়ার (Mathukutty Xavier)। যিনি মলয়ালম হেলেন ছবিটিরও পরিচালনা করেছিলেন। হেলেন ছবিটিতে মুখ্য চরিত্রে ছিলেন আন্না বেন (Anna Ben) এবং লাল (Lal)।

advertisement

জানা গিয়েছে, ছবির স্ক্রিপ্ট অনুযায়ী শুটিংয়ের জন্য ভারতের বাইরের লোকেশন জরুরি হলেও, ছবিটি ভারতেই শুট করার কথা চিন্তা করেছেন ছবির নির্মাতারা। কারণ করোনার বিধিনিষেধের কারণে ছবিটিকে বাইরে শুট করতে হলে আলাদা ঝুঁকি নিতে হবে।

২০১২ সালে হেলেন নামের এই ছবিটি মুক্তি পায় এবং এই ছবিটির জন্য জাতীয় পুরস্কার পান ছবির পরিচালক । ছবিটি থ্রিলারধর্মী । ছবিটি ইতিমধ্যে তেলুগু ভাষাতেও করা হয়ে গিয়েছে। তামিল ছবিটির নাম রাখা হয়েছে অনবীরকিনিয়াল (Anbirkiniyal)।  মূল চরিত্রে ছিলেন কীর্তি পান্ডিয়ান (Keerthi Pandian)।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

হিন্দি ছবিটিতে সম্ভবত জাহ্নবীর চরিত্রের নাম রাখা হবে ‘মিলি’। এই বছরটা জাহ্নবীর বেশ ব্যস্ততায় ভরপুর বলেই মনে হচ্ছে। কারণ, তাঁর হাতে রয়েছে বেশ কিছু ছবি, যার মধ্যে রয়েছে ‘গুড লাক জেরি’ (Good Luck Jerry), ‘দোস্তানা ২’ (Dostana 2)। এ ছাড়াও তামিল ছবি কোলামাভু কোকিলা (Kolamavu Kokila) ছবির হিন্দি রিমেকে মুখ্য চরিত্রে জাহ্নবীর থাকার কথা রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Jhanvi Kapoor : শ্রীদেবীতনয়া জাহ্নবী এ বার ‘হেলেন’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল