জাহ্নবী কাপুরের এই নতুন ছবির শুটিং ২০২১-এর জুন থেকেই শুরু করার কথা ছিল। কিন্তু, করোনার দ্বিতীয় ঢেউ, লকডাউন এ সবের কারণে সব কিছু পিছিয়ে গিয়েছে। হিন্দি ছবিটির পরিচালনা করছেন মথুকুট্টি জেভিয়ার (Mathukutty Xavier)। যিনি মলয়ালম হেলেন ছবিটিরও পরিচালনা করেছিলেন। হেলেন ছবিটিতে মুখ্য চরিত্রে ছিলেন আন্না বেন (Anna Ben) এবং লাল (Lal)।
advertisement
জানা গিয়েছে, ছবির স্ক্রিপ্ট অনুযায়ী শুটিংয়ের জন্য ভারতের বাইরের লোকেশন জরুরি হলেও, ছবিটি ভারতেই শুট করার কথা চিন্তা করেছেন ছবির নির্মাতারা। কারণ করোনার বিধিনিষেধের কারণে ছবিটিকে বাইরে শুট করতে হলে আলাদা ঝুঁকি নিতে হবে।
২০১২ সালে হেলেন নামের এই ছবিটি মুক্তি পায় এবং এই ছবিটির জন্য জাতীয় পুরস্কার পান ছবির পরিচালক । ছবিটি থ্রিলারধর্মী । ছবিটি ইতিমধ্যে তেলুগু ভাষাতেও করা হয়ে গিয়েছে। তামিল ছবিটির নাম রাখা হয়েছে অনবীরকিনিয়াল (Anbirkiniyal)। মূল চরিত্রে ছিলেন কীর্তি পান্ডিয়ান (Keerthi Pandian)।
হিন্দি ছবিটিতে সম্ভবত জাহ্নবীর চরিত্রের নাম রাখা হবে ‘মিলি’। এই বছরটা জাহ্নবীর বেশ ব্যস্ততায় ভরপুর বলেই মনে হচ্ছে। কারণ, তাঁর হাতে রয়েছে বেশ কিছু ছবি, যার মধ্যে রয়েছে ‘গুড লাক জেরি’ (Good Luck Jerry), ‘দোস্তানা ২’ (Dostana 2)। এ ছাড়াও তামিল ছবি কোলামাভু কোকিলা (Kolamavu Kokila) ছবির হিন্দি রিমেকে মুখ্য চরিত্রে জাহ্নবীর থাকার কথা রয়েছে।