TRENDING:

‘ধড়ক’ ছবির শ্যুটিংয়ে কলকাতায় আসছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী !

Last Updated:

এবার ডেস্টিনেশন কলকাতা। শহরে শুটিং করতে আসছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কপুর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এবার ডেস্টিনেশন কলকাতা। শহরে শুটিং করতে আসছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কপুর। মার্চের একুশ তারিখ থেকে শহরের বিভিন্ন জায়গায় শুটিং করবেন তিনি। মোট দশটি লোকেশনে শুটিং হবে বলে জানা গিয়েছে ।
advertisement

কলকাতায় আসছেন জাহ্নবী কপুর। তাঁর প্রথম ছবি ধরকর এর শুটিংয়ের জন্যই শহরে আসছেন শ্রীদেবী কন্যা। একুশে মার্চ থেকে বারোদিন কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং করবেন তিনি। মোট দশটি লোকেশনে শুটিং করবেন বলে জানা গেছে। জানুয়ারি মাসে মুম্বই থেকে কলকাতায় এসে রেইকি করে গিয়ছিলেন শ্রীদেবী। কিন্তু এখন তিনি আর নেই। মায়ের মৃত্যুর একদিন পর শুটিং সেটে পৌঁছে সবাইকে চমকে দিয়েছিলেন জাহ্নবী। এবার কলকাতায় তিনি পরের দফায় শুটিং করতে আসছেন।

advertisement

জাহ্নবী অভিনীত ধরকর ছবির প্রযোজক করণ জোহর। জানা যাচ্ছে ছবির গল্পে নায়ক নায়িকা  কলকাতায় পালিয়ে আসবেন। আর তারই শ্যুটিং হবে কলকাতার নানা জায়গায় ৷  ছবির এই অংশটাই শহরে শুটিং করবেন পরিচালক। জাহ্নবীর ডেবিউ ছবি ২০ জুলাই মুক্তি পাওয়ার কথা। ছবিতে জাহ্নবীর সঙ্গে দেখা যাবে ইশান খট্টরকে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রিপোর্ট: দেবপ্রিয় দত্ত মজুমদার 

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ধড়ক’ ছবির শ্যুটিংয়ে কলকাতায় আসছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী !