স্ত্রী নবনীতাকে ছেড় হঠাৎ কেন শ্রাবন্তীর সঙ্গে এত সময় কাটাচ্ছেন জিতু, তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন৷ শ্যুটিংয়ের ফাঁকে সময় পেতেই রিল, ফোটোশ্যুটে মজেছেন অভিনেতা৷
ভাইরাল হওয়া রিল ভিডিওতে দেখা যাচ্ছে, নব্বইয়ের দশকে বলিউডের জনপ্রিয় গান তুম দিল কি ধড়কান মে গানের সঙ্গে পোজ দিয়েছেন৷ সেই গানেই শ্রাবন্তীর উদ্দেশ্যে জিতু বলেছেন-‘তুম জো ক্যাহে দো তো চান্দ তারো কো তোড় লাউঙ্গা ম্যায়’৷ এটা বলতেই অভিনেত্রী বলেন, ‘যাও তাহলে আমার জন্য চাঁদ নিয়ে এসো’৷ ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
আরও পড়ুন-মায়ের কাছে বসে থাকা ছোট্ট খুদেটি কে বলুন তো? ৯৯ শতাংশ লোকই ভুল উত্তর দিয়েছে
আরও পড়ুন-অকালে প্রয়াত হলেন রাজ, বড্ড একা হয়ে গেল তাঁর সঙ্গী, শোকের ছায়া বিনোদন জগতে
অভিনেত্রীর এই বায়নাক্কা সামলাতে গিয়েই হাল খারাপ হয়েছে শ্রাবন্তীর৷ হিরোইনকে পটাতে গিয়েই মহাবিপদে পড়ে গেলেন অভিনেতা৷ এবার কোথা থেকে চাঁদ-তারা এনে দেবেন, তা নিয়েই ধন্দে পড়ে গেছেন জিতু৷ এর কোনও জবাব না দিতে পেরে মুখ ছোট করেই চলে যান অভিনেতা৷
ভিডিওর ক্যাপশনে লেখা-‘কেন তুমি আমার সঙ্গে এমন রসিকতা করছ?’ এর উত্তর দিতেও ছাড়েননি শ্রাবন্তী৷ তিনি লেখেন- ‘এটাই আমি ভালবাসি৷’ এই ভিডিও এখন নেটদুনিয়ার হটকেক৷