কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল জিৎ নাকি কোনও বিপ্লবীর চরিত্রে অভিনয় করছেন। আর এখন জানা যাচ্ছে ১৯৬০-এর পটভূমিকায় তৈরি হচ্ছে এই ছবি। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংহের চরিত্রে অভিনয় করছেন জিৎ। এই চরিত্রটি ঘিরে নানা রহস্য রয়েছে। জানা যায়, স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি। ইংরেজদের হাতে ধরা পড়ে জেলেও যেতে হয়েছিল তাঁকে। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে তাঁর স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়ার দিকটাও ছবিতে তুলে ধরা হবে। দেশ স্বাধীন হওয়ার পর অনন্ত সিংহ বঞ্চিতদের সম্পদ পুনর্বন্টনের কথা ভেবেছিলেন। ইনস্পেক্টর দেবী রায়ের নেতৃত্বে পুলিশ তাঁকে খুঁজে বার করার চেষ্টা করেছিল। তবে পুলিশের পক্ষে সেই কাজও ছিল কঠি। বিশ্বাসঘাতকতা এই গল্পের একটা বড় বিষয় হয়ে উঠবে। প্রশ্ন উঠবে সামাজিক ব্যবস্থা নিয়েও।
advertisement
জিৎ বলেছেন, “এই ছবি করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আগে কখনও বায়োপিক করিনি।” পরিচালক পথিকৃতের কথায়, ‘এই ছবির গুরুত্বপূর্ণ বিষয় হল এক ভুলে যাওয়া নায়কের গল্প। স্বাধীনতা সংগ্রামের অনেক নায়কের কথাই আমরা মনে রাখি, তবে অনেক সাহসী মানুষ রয়েছেন, যাঁদের কথা অনেকেরই অজানা। আর অনন্ত সিং এমনই একজন স্বাধীনতা সংগ্রামী।’
পথিকৃৎ বহু বছর ধরে জিতের ভক্ত। এর আগে তিনি একজন সহকারী পরিচালক হিসাবে একটি ছবিতে কাজ করেছিলেন, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন জিৎ। আর এবার তিনি নিজের পরিচালনায় সুপারস্টারকে নিয়ে কাজ করতে চলেছেন। পরিচালকের কথায়, “মনে হচ্ছে জীবন যেন এক বৃত্ত সম্পূর্ণ করেছে।’ এই ছবির চিত্রনাট্য লিখছেন অরিত্র বন্দ্যোপাধ্যায় এবং অর্পণ গুপ্ত। সম্প্রতি এই টিমটিই ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবিটি বানিয়েছিলেন। আর এবার এই পিরিয়ড ড্রামার শুটিং শুরু করতে চলেছেন তাঁরা। সব ঠিক থাকলে চলতি বছরই শুরু হবে ছবির কাজ।
প্রসঙ্গত, নন্দী মুভিজের প্রযোজনায় তৈরি হতে চলেছে এই ছবি। বহু বছর পর টলিউডে নিজের প্রযোজনা সংস্থার বাইরে অন্য কোনও প্রযোজনায় কাজ করতে চলেছেন সুপারস্টার।