বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় সমাদ্দার। যিনি ‘দ্বিতীয় পুরুষ’ নামের ছবিটি পরিচালনা করেছিলেন। যদিও জিৎ এখনও স্বাক্ষর করেনি ছবিতে। আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বর্তমানে। টলিউড সুপারস্টার ইতিমধ্যেই সঞ্জয়ের সঙ্গে গল্পটি নিয়ে আলোচনা করেছেন। তিনি গল্পে মুগ্ধ। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ নাগাদ শুটিং শুরু হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: বড় চমক TRP-তে! ফের শীর্ষে 'মিঠাই', মধুচন্দ্রিমায় গিয়ে 'গাঁটছড়া'-ও কিন্তু জোড় টক্কর দিল দৌড়ে
advertisement
প্রসঙ্গত, তাঁর শেষ ছবি 'রাবন' বক্স অফিসে সেইরকম ফল করতে পারেননি। ভক্তরা দীর্ঘদিন ধরে তাঁর কাছ থেকে একটি বাণিজ্যিক হিট চাইছিলেন।
আরও পড়ুন: 'পরে ন্যায়বিচার করার চেষ্টা করব'! ভক্তদের কাছে ক্ষমা চাইলেন বিগ-বি
জিতের পরবর্তী চলচ্চিত্র, 'চেঙ্গিজ' এখন আলোচনার শিরোনামে। আমরা ইতিমধ্যে দেখেছি ফার্স্ট লুক পোস্টার দেখেছি। বেশিরভাগ শ্যুট ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, এবার কেমন ফল করে ছবিটি, তা সময়ের অপেক্ষা।