TRENDING:

Yuvan: ইমোজি যখন সত্যি, মামার কাছে গিটারের ক্লাস শুরু ইউভানের

Last Updated:

ক্যাপশনে লেখা, ‘ইউভানের (Yuvan) প্রথম গিটার ক্লাস’৷ অর্থাৎ, খুদের সঙ্গেও সপ্তসুরে তারে বাঁধা হল সম্পর্ক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : কিছু দিন আগেই ইউভানের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছে জিৎ গঙ্গোপাধ্যায়ের (Jeet Gannguli) ৷ সামাজিক মাধ্যমে সেই ছবি শেয়ার করে সুরকার লিখেছিলেন ‘‘তোর সঙ্গে প্রথম দেখা, ভাগ্নে/ আমার যত ভালবাসা/ সবটুকুরই ভাগ নে’’! সঙ্গে ভালবাসার ইমোজির পাশাপাশি দিয়েছিলেন গিটার এবং সুরের ইমোজি-ও ৷ এ বার সেই ইমোজি-ই সত্যি হল ৷ জিতের কাছে গিটার বাজানো শিখতে শুরু করল ইউভান (Yuvan) ৷ শুভশ্রীর ইনস্টা স্টোরিতে দেখা যাচ্ছে সেই ছবি ৷ তিনি বসে গিটার বাজাচ্ছেন ৷ আর অবাক চোখে সেদিকে তাকিয়ে ইউভান ৷ ক্যাপশনে লেখা, ‘ইউভানের প্রথম গিটার ক্লাস’৷ অর্থাৎ, খুদের সঙ্গেও সপ্তসুরে তারে বাঁধা হল সম্পর্ক ৷
advertisement

প্রসঙ্গত পদবি একই হলেও জিতের সঙ্গে শুভশ্রীর রক্তের সম্পর্ক নেই ৷ কিন্তু এই পদবির যোগসূত্রের জন্যই জিতের বাবা শুভশ্রীকে নিজের মেয়ের মতোই দেখতেন ৷ সে দিক দিয়ে তিনি জিতের বোন এবং ইউভান তাঁর ভাগ্নে ৷

ইউভানের বাবা রাজ চক্রবর্তী ও মা শুভশ্রীর সঙ্গে জিতের সম্পর্ক পেশাদারিত্বের গণ্ডি ছাড়িয়ে গভীর ৷ রাজের প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’-এ সুরকার ছিলেন জিৎ৷ বক্সঅফিসে ছবির পাশাপাশি সুপারহিট হয় এর গানও ৷

advertisement

এরপর ‘চ্যালেঞ্জ’, ‘প্রেম আমার’, ‘দুই পৃথিবী’, ‘চ্যাম্প’-সহ একাধিক ছবিতে সুরকার হিসেবে কাজ করেছেন জিৎ ৷ তাঁর তৈরি বহু গান শুভশ্রীর লিপে জয় করে নিয়েছে দর্শক শ্রোতাদের ৷ এ বার জিৎ আবার থাকছেন রিয়্যালিটি শো-এ ৷ কালার্স বাংলা চ্যানেলে আসছে রাজ চক্রবর্তীর সংস্থা প্রযোজিত ‘সঙ্গীতের মহাযু্দ্ধ’৷ মীরের সঞ্চালনায় এই শো-এর অন্যতম বিচারক জিৎ ৷

advertisement

সম্প্রতি জিৎ ও তাঁর স্ত্রী চন্দ্রাণী গিয়েছিলেন রাজ ও শুভশ্রীর বাড়িতে ৷ সে সন্ধ্যায় তাঁদের সঙ্গী ছিলেন অঙ্কুশ ও ঐন্দ্রিলাও ৷ সামাজিক মাধ্যমে সেই ছবিও শেয়ার করা হয় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

পরে জিৎ সংবাদমাধ্যমে জানান, তাঁর সব পছন্দের খাবারের আয়োজন করেছিলেন শুভশ্রী ৷ পোস্তর বড়া, চিংড়ির মালাইকারির সঙ্গে ছিল মাটন কষা ৷ যেহেতু তিনি ভালবাসেন, তাই খাবার পরিবেশিত হয়েছিল ব্রোঞ্জের বাসনে ৷ রাজ-শুভশ্রীর আতিথেয়তায় মুগ্ধ হন জিৎ ৷ সংবাদমাধ্যমে আরও জানান, তাঁদের পারিবারিক ধারা মেনে তিনি ইউভানকে লক্ষ্মী-গণেশের রুপোর মূর্তি দিয়েছেন ৷ তাঁদের পারিবারিক রীতি হল, নবজাতককে এই উপহার দেওয়া ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Yuvan: ইমোজি যখন সত্যি, মামার কাছে গিটারের ক্লাস শুরু ইউভানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল