TRENDING:

Kunal Nayyar-Madhuri Dixit: মাধুরীকে ‘কুষ্ঠ আক্রান্ত যৌনকর্মী’ বলে ঠাট্টা! ‘বিগ ব্যাং থিওরি’-র কুণালকে তোপ জয়ার

Last Updated:

Kunal Nayyar-Madhuri Dixit: সিটকমে চারটি মূল চরিত্রের মধ্যে একজন ভারতীয় ছিলেন। রাজেশ কুত্রাপালির চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় শিল্পী কুণাল নায়ার। তাঁর মুখেই বিতর্কিত মন্তব্যটি শোনা যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: আমেরিকান সিচুয়েশনাল কমেডি ‘বিগ ব্যাং থিওরি’-র পুরনো একটি পর্বের জেরে আইনি জটে নেটফ্লিক্স। লেখক এবং মানবাধিকার কর্মী মিঠুন বিজয় কুমার মামলা দায়ের করে দাবি করেছেন, পর্বের একটি বিশেষ অংশ বাদ দিতে হবে। যেখানে বলি নায়িকা মাধুরী দীক্ষিতকে নিয়ে ঠাট্টা করা হয়েছে।
advertisement

সিটকমে চারটি মূল চরিত্রের মধ্যে একজন ভারতীয় ছিলেন। রাজেশ কুত্রাপালির চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় শিল্পী কুণাল নায়ার। তাঁর মুখেই বিতর্কিত মন্তব্যটি শোনা যায়। শেলডন কুপারের চরিত্রে দেখা যায় জিম পার্সনস।

ভারতীয় অভিনেত্রীদের নিয়ে দু’জনের কথোপকথনের সময়ে শেলডন আমিশা প্যাটেলকে দেখে শেলডন জিজ্ঞাসা করেন, ‘ইনি কি ঐশ্বর্য রাই?’ রাজেশ বলেন, ‘দারুণ অভিনেত্রী’। শেলডন বলেন, ‘গরিবের মাধুরী দীক্ষিত’। রাজেশ রেগে কাঁই হয়ে উত্তর দেন, ‘ঐশ্বর্যা রাই এক জন দেবী, কিন্তু মাধুরী দীক্ষিত সেই তুলনায় কুষ্ঠরোগাক্রান্ত যৌনকর্মী।’

advertisement

আরও পড়ুন: লাস্যময়ী ভোজপুরী নায়িকার সঙ্গে নাইটক্লাবে শাহরুখ-পুত্র আরিয়ান! ভাইরাল ছবিতে কটাক্ষ

আরও পড়ুন: ফের নায়িকার রহস্যমৃত্যু! আলু পরোটা নিয়ে প্রবল বিবাদ, উদ্ধার ঝুলন্ত দেহ

বলি অভিনেত্রী সম্পর্কে এমন মন্তব্য হঠাৎই চোখে পড়ে মিঠুন বিজয় কুমারের। এরই মধ্যে একাধিক বলি নায়িকা কুণাল এবং সিটকমের নিন্দা করেন। সম্প্রতি জয়া বচ্চনও সেই তালিকায় নতুন সংযোজন। তিনি বলেন, ‘‘এই লোক (কুণাল নায়ার) কি পাগল? মুখের ভাষা কী নোংরা! পাগলাগারদে পাঠানো উচিত এঁকে। ওর পরিবার কী ভাবে এই মন্তব্য নিয়ে? জানতে চাই।’’

advertisement

মিঠুনের অভিযোগপত্রে দাবি, ‘নেটফ্লিক্সের মতো কোম্পানিগুলিকে তাঁদের কাজকর্মের দায় নিক। সম্প্রদায়গুলির সাংস্কৃতিক মূল্যবোধ এবং অনুভূতির প্রতি সংবেদনশীল হওয়া উচিত। স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি যে বিষয়বস্তু নিয়ে কাজ করছে, তা যত্ন সহকারে সংশোধন করার দায়িত্ব নিতে হবে। তারা যে কনটেন্ট দেখায় করে তাতে অবমাননাকর, আপত্তিকর বা মানহানিকর বিষয়বস্তু যেন না থাকে, তা নিশ্চিত করতে হবে। নেটফ্লিক্সের ‘বিগ ব্যাং থিওরি’-র একটি শোতে এমন অপমানজনক শব্দ ব্যবহার করায় আমি আঘাত পেয়েছি। এই শব্দটি উচ্চপ্রশংসিত অভিনেত্রী মাধুরী দীক্ষিতের প্রসঙ্গে ব্যবহার করা হয়েছিল। শুধু তা-ই নয়, নারী মর্যাদার প্রতি সম্মান দেখানো হয়নি।’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kunal Nayyar-Madhuri Dixit: মাধুরীকে ‘কুষ্ঠ আক্রান্ত যৌনকর্মী’ বলে ঠাট্টা! ‘বিগ ব্যাং থিওরি’-র কুণালকে তোপ জয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল