TRENDING:

Jawan-SRK: মেট্রোয় নেচে ভাইরাল শাহরুখ! 'ডর'-এর সঙ্গে কী মিল রয়েছে 'জওয়ান'-এর জানেন! ফাঁস করলেন কিং খান!

Last Updated:

Jawan-SRK: ডর-এর পাগল প্রেমিক শাহরুখকে ভোলা দায়! তেমন কী চমক থাকছে জওয়ান-এ! মেট্রোর নাচেই বা কোন চমক? জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই:  সেপ্টেম্বরের সাত তারিখে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ছবি ‘জওয়ান’। এই ছবির ট্রেলার সামনে আসতেই শুরু হয়েছে ভক্তদের হই-চই! শাহরুখ খানকে এই ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে। সেই অর্থে বলতে গেলে মানুষ শাহরুখকে চিনেছে তাঁর ভিলেন চরিত্র দেখেই। প্রেমিক শাহরুখ জনপ্রিয় হয়েছেন কিছু পরে। ‘ডর’, ‘অঞ্জাম’, ‘বাজিগর’-এর মতো ছবিতে একদিকে তিনি পাগল প্রেমিক। অন্যদিকে সেই প্রেমিকই সব থেকে বড় ভিলেন। এর পর ‘ডন, ‘ডন-২’-তেও সুপারহিট ভিলেন শাহরুখ। এবার আসছে ‘জওয়ান’! এখানেও ভিলেন তিনি। ইতিমধ্যেই নানা কিছু ভাইরাল।
advertisement

জানা গিয়েছে, জওয়ান-এ বাবা ও ছেলে দুই চরিত্রেই অভিনয় করবেন শাহরুখ। অন্যদিকে ছয় রকমের চরিত্রেও পাওয়া যাবে তাঁকে। মানে বিষয়টা বেশ জোরদার হতে চলেছে। ট্রেলরে একটি সংলাপ রয়েছে, সেখানে শাহরুখ বলছেন, ‘যব ম্যায় ভিলেন বনতা হু না… তো মেরে সামনে কয়ি ভি হিরো টিক নেহি সাকতা!’ এই সংলাপ শোনার পরেই ফ্যানেরা বলছেন, একেবারে ঠিক কথা। ডর’-এ ভিলেন শাহরুখ খানের কাছে পাত্তাই পাননি হিরো সানি দেওল! অন্যদিকে ‘অঞ্জাম’-এও শাহরুখ সেরা। এখানে ডর-ছবির সঙ্গে মিল খুঁজেছেন ভক্তরা। বলছেন এই সংলাপ একেবারে উপযুক্ত ‘ডর’-এর সানির জন্য!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে এখানেই শেষ নয়। রয়েছে আরও চমক। ট্রেলরের শেষ দিকে মেট্রোতে শাহরুখ খানকে নাচ কর দেখা যায় ‘বেকরার করকে হামে ইউ না যায়িয়ে’ গানে। ইতিমধ্যে এই দৃশ্য ভাইরাল। ভক্তরা নানা মিম তৈরি করে ফেলেছেন। কেউ বলছেন দিল্লি মেট্রোতে নাচছেন শাহরুখ খান। আবার কেউ গান বদলে দিয়ে মিম শেয়ার করছেন। আপাতত ভক্তদের মধ্যে তুমুল ভাইরাল ‘জওয়ান’! ছবি মুক্তির দিনেই বোঝা যাবে এই ছবি কতটা সফলতা পাবে বা দর্শকের মন ছোঁবে। কারণ ‘পাঠান’ কিন্তু একেবারেই দর্শকের মন ছোঁয়নি। এবার ‘জওয়ান’-এর পরীক্ষার পালা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Jawan-SRK: মেট্রোয় নেচে ভাইরাল শাহরুখ! 'ডর'-এর সঙ্গে কী মিল রয়েছে 'জওয়ান'-এর জানেন! ফাঁস করলেন কিং খান!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল