‘জওয়ান’-এ বলিউডের সঙ্গে দক্ষিণের ছোঁয়া স্পষ্ট৷ শাহরুখের পাশাপাশি ছবিতে নায়িকা হিসেবে দেখা গিয়েছে দক্ষিণের অতি জনপ্রিয় অভিনেত্রী নয়নতারাকে৷ ছবির পরিচালক অ্যাটলি নিজেও দক্ষিণ ভারতীয়৷
শাহরুখের সঙ্গে এই ছবিতে কাজ করেছেন দক্ষিণের আরও এক জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি৷ তবে এঁদের পাশাপাশি এই ছবিতে কাজ করার প্রস্তাব পেয়েছিলেন ‘পুষ্পা’ খ্যাত অল্লু অর্জুনও৷ কিন্তু এই ছবিতে কাজের প্রস্তাব ফিরিয়ে দেন অল্লু অর্জুন৷
advertisement
সূত্রের খবর অনুসারে, পরিচালক অ্যাটলি জওয়ানের প্রাক-ক্লাইম্যাক্স সিকোয়েন্সে দক্ষিণের কোনও বড় তারকাকে আনতে আগ্রহী ছিলেন। কিন্তু ‘পুষ্পা: দ্য রাইজ’-এর পর শাহরুখ খানের ‘জওয়ান’ করতে চাননি অল্লু। কিন্তু শাহরুখের মতো মেগাস্টারের সঙ্গে কাজের প্রস্তাব কেন ফিরিয়ে দিলেন অভিনেতা?
আরও পড়ুন: আয়ের দিক থেকে শাহরুখের চেয়ে কোনও অংশে কম যান না গৌরী! বাদশা-পত্নীর উপার্জন জানলে চোখ কপালে উঠবে
প্রকৃতপক্ষে, নির্মাতারা অল্লু অর্জুনকে শুধুমাত্র একটি ক্যামিও চরিত্রে নিতে চেয়েছিলেন৷ কিন্তু ‘পুষ্পা’ তারকা এই ধরনের ভূমিকায় অভিনয় করতে আগ্রহী ছিলেন না। তিনি প্রত্যাখ্যান করার পরেই সঞ্জয় দত্তকে সেই চরিত্রে নেওয়া হয়৷
