অ্যাকশন ভরপুর দৃশ্যে যখন বিক্রম রাঠোর এসে সিগার ধরায় এবং আগুনের ঝলকানি দেখা যায়, ঠিক সেই দৃশ্যে মুগ্ধ হয়েছেন হলিউডের ফিল্ম নির্মাতারা। অ্যাটলি বলেছেন, ‘ছবিতে হলিউডের অনেকেই আমাদের সঙ্গে কাজ করেছেন। অ্যাকশন ডিরেক্টর স্পিরো রাজাতোস কাজ করেছেন। জওয়ানে স্পিরো নিজেও অ্যাকশনের দৃশ্যে রয়েছেন। হলিউডের অনেকে জানতে চেয়েছেন আগুনের ভিতর কীভাবে এসআরকের দৃশ্যটি হল। স্পিরো বলেছেন, এটা পুরোপুরি পরিচালকের ভাবনা ছিল’।
advertisement
আরও পড়ুন: অক্ষয়ের সঙ্গে ছবি করবেন? শাহরুখের সোজা উত্তর, ‘হতেই পারে না’! কেন এমন বলেছিলেন বাদশা জানেন?
তারপরেই অ্যাটলির কাছে ফোন আসে একাধিক কাজের জন্য। দেশি হিরো নজর কেড়ে নেয় বিশ্বজুড়ে। অ্যাটলি বলেছিলেন, অস্কারে নিয়ে যেতে চান জওয়ানকে। দেখতে দেখতে ১০০০ কোটির দোরগোড়ায় শাহরুখ খানের ‘জওয়ান’। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। মুক্তির তৃতীয় রবিবারেই এই মাইলস্টোনের কাছাকাছি কিং খানের ছবি। ইন্ডাস্ট্রির নতুন বেঞ্চমার্ক যে আগামীতে ১০০০ কোটিই হতে চলেছে তা বুঝিয়ে দিলেন শাহরুখ খান।
শাহরুখের প্রযোজনা সংস্থা অবশ্য কন্যা দিবসে এই সাফল্য ‘গার্ল পাওয়ার’কেই উৎসর্গ করল। এখনও পর্যন্ত বিশ্ব বক্স অফিসে এই ছবির আয় দাঁড়িয়েছে ৯৭৯.০৮ কোটি টাকা। অর্থাৎ ১০০০ কোটির মালইস্টোন থেকে মাত্র ২১ কোটি টাকা দূরে ‘জওয়ান’। ছবিতে শাহরুখের বিপরীতে দেখা গিয়েছিল দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। অ্যাটলির পরিচালিত ‘জওয়ান’-এর হাত ধরে তিনি এই প্রথম বলিউডে পা রাখলেন।