আরও পড়ুনঃ ১৮ দিনেই ১০০০ কোটির ক্লাবে ‘জওয়ান’! ‘পাঠান’-কে উড়িয়ে ঝড় তুলে দিলেন শাহরুখ
শাহরুখ খান অভিনীত পাঠানের আয় ছিল ৩৫ কোটি টাকা। কিন্তু এবার সেই সিনেমাকেও টেক্কা দিল ‘জওয়ান’। অ্যাটলির পরিচালনায় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে শীর্ষস্থান দখল করেছে ছবিটি। ১৮ দিনেই ১০০০ কোটির ক্লাবে পৌঁছে যায় ‘জওয়ান’। শাহরুখ খান নিজেই নিজের রেকর্ড ব্রেক করেন।
advertisement
ছবির মুক্তির দিন থেকেই শুরু হয়েছে উত্তেজনা৷ কাকভোর থেকে ছবির শো দেখতে কাতারে কাতারে ভিড় জমিয়েছিল শাহরুখ ফ্যানেরা। ছবির অ্যাডভান্স বুকিং দেখেই বোঝা গেছিল ‘জওয়ান’ নিয়ে ঠিক কতটা উত্তেজনা টগবগিয়ে ফুটছে ভক্তদের। পাঠান-এর বিশ্বজোড়া সাফল্যের পর ‘জওয়ান’ নিয়ে উন্মাদনা ছিল দেখার মতো। মুক্তির পর থেকে মাত্র ৪ দিনের মধ্যে যেভাবে রেকর্ড গড়ছে শাহরুখ তা থেকেই বোঝাই যাচ্ছে আগামী দিনে পুরনো সমস্ত রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে চলেছেন কিং খান৷ ছবিতে ডবল রোলে শাহরুখের অভিনয় নিয়ে নতুন করে কিছুই বলার নেই৷ পাশাপাশি নয়নতারা, বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন সকলের অভিনয়ই অনবদ্য৷