জাতীয় চলচ্চিত্র দিবসে শাহরুখের ছবি ‘জওয়ান’ বিরাট ব্যবসা করেছে৷ বেশ কিছুদিন ধরেই আয় কমে গিয়েছিল এই ছবির৷ আচমকাই ১৩ অক্টোবর একলাফে বেড়ে গেল ছবির আয়৷ আসলে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষ্যে মাত্র ৯৯ টাকায় একাধিক মাল্টিপ্লেক্সে ‘জওয়ান’-এর টিকিট বিক্রি হয়েছে৷ সেই কারণেই কি ছবির আয় একলাফে এতটা বেড়ে গেল৷ তেমনটাই মনে করছেন সমালোচকরা৷
advertisement
আরও পড়ুন- অরিজিৎ সিং কত টাকা নেন ‘বিয়ে’-তে গান গাইতে? চমকে যাবেন টাকার অঙ্ক শুনলে
আরও পড়ুন-অকালে চলে গেলেন সলমনের কাছের মানুষ, পুজোর মরশুমে শোকের ছায়া বিনোদন জগতে
রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এটাই প্রথম হিন্দি ছবি ভারতীয় ছবির ইতিহাসে যা কিনা গোটা বিশ্বজুড়ে ১১২৫ কোটি টাকা আয় করল। বেশ কয়েকদিন ধরেই জওয়ান ৭০ থেকে ৮০ লাখ টাকা আয় করছিল৷ জাতীয় চলচ্চিত্র দিবসের দিন একলাফে তা বেড়েছে৷ এদিন ৫ কোটি টাকার ব্যবসা করেছে জওয়ান৷
বলিউডের সিংহাসন যে তাঁর নিজের, তা যেন আরও একবার হাতে কলমে প্রমাণ করে দিলেন শাহরুখ খান। বক্স অফিসে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন বাদশা। বলিউডের সর্বকালের সর্বোচ্চ ওপেনিং এই ছবি যে আগামী দিনে আরও নতুন রেকর্ড গড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই৷