TRENDING:

নিজের প্রথম ছবি ধড়ক নিয়ে বড়সড় বয়ান শ্রীদেবী কন্যা জাহ্নবী, তোলপাড় সোশ্যাল মিডিয়া

Last Updated:

এই বছরে একগুচ্ছ ছবি নিয়ে উপস্থিত হতে চলেছেন জাহ্নবী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর ৷ গত বছরেই বলিউডে পা রেখেছেন তিনি বলিউডে পা রেখেছেন একটি মরাঠি ছবির রিমেক হিন্দিতে করে ৷ ছবির নাম ধড়ক ৷ মরাঠি ছবিটির নাম সেরাট ৷ ২০১৮ সালে ধড়কে বক্স অফিসে তেমন ভাবে ছাপ কাটতে পারেনি ৷ এক বছর পরে এই বছরে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করতে দেখা যাবে জাহ্নবী কাপুরকে ৷
advertisement

এই ছবিগুলির মধ্যে গুরুত্বপূর্ণ ছবিগুলি হল হরর ছবি ঘোস্ট স্টোরিজ, বায়োপিক গুঞ্জন সাক্সেনা, দ্য কারগিল ও হরর কমেডি ছবি রুহি আফজাও এর অন্তর্গত ৷ জাহ্নবী পিটিআইকে একটি বিবৃতিতে জানিয়েছেন তিনি তাঁর আসন্ন ছবি নিয়ে শ্রীদেবী কন্য বেশ উৎসাহিত ৷ এই ছবিগুলি যাতে দর্শকদের ভাললাগে সেই জন্য সমস্ত প্রচেষ্টাই করেছেন জাহ্নবী ৷ একই সঙ্গে নিজের হতাশাও ব্যক্ত করেছেন জাহ্নবী বলেছেন অনেক পরিশ্রম করার পরেও ধড়ক মানুষের মনকে ছুঁতে পারেনি যেমনটা মনে করা হয়েছিল পারবে বলে ৷ এই নিয়ে তিনি ব্যথিত হলেও হাল ছেড়ে দেওয়ার পাত্রী যে তিনি নন আরও একবার পরিষ্কার করেছেন জাহ্নবী ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

তবে মানুষের ভালবাসা পেয়ে তিনি অভিভূত ৷ এই বছরই জাহ্নবী করণ জোহরের ছবি তখত দিয়ে যাত্রা শুরু করবেন ৷ ছবিতে রণবীর সিং, বিকি কৌশল, করিনা কাপুর খান,,অনিল কাপুর, আলিয়া ভাট, ভূমি পেডনেকর অভিনয় করেছেন ৷ এখন সব থেকে সত্যি ও সেরা কথাটি বলবে সময়ই ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
নিজের প্রথম ছবি ধড়ক নিয়ে বড়সড় বয়ান শ্রীদেবী কন্যা জাহ্নবী, তোলপাড় সোশ্যাল মিডিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল