এই ছবিগুলির মধ্যে গুরুত্বপূর্ণ ছবিগুলি হল হরর ছবি ঘোস্ট স্টোরিজ, বায়োপিক গুঞ্জন সাক্সেনা, দ্য কারগিল ও হরর কমেডি ছবি রুহি আফজাও এর অন্তর্গত ৷ জাহ্নবী পিটিআইকে একটি বিবৃতিতে জানিয়েছেন তিনি তাঁর আসন্ন ছবি নিয়ে শ্রীদেবী কন্য বেশ উৎসাহিত ৷ এই ছবিগুলি যাতে দর্শকদের ভাললাগে সেই জন্য সমস্ত প্রচেষ্টাই করেছেন জাহ্নবী ৷ একই সঙ্গে নিজের হতাশাও ব্যক্ত করেছেন জাহ্নবী বলেছেন অনেক পরিশ্রম করার পরেও ধড়ক মানুষের মনকে ছুঁতে পারেনি যেমনটা মনে করা হয়েছিল পারবে বলে ৷ এই নিয়ে তিনি ব্যথিত হলেও হাল ছেড়ে দেওয়ার পাত্রী যে তিনি নন আরও একবার পরিষ্কার করেছেন জাহ্নবী ৷
advertisement
তবে মানুষের ভালবাসা পেয়ে তিনি অভিভূত ৷ এই বছরই জাহ্নবী করণ জোহরের ছবি তখত দিয়ে যাত্রা শুরু করবেন ৷ ছবিতে রণবীর সিং, বিকি কৌশল, করিনা কাপুর খান,,অনিল কাপুর, আলিয়া ভাট, ভূমি পেডনেকর অভিনয় করেছেন ৷ এখন সব থেকে সত্যি ও সেরা কথাটি বলবে সময়ই ৷