এইভাবে খুনকে তিনি পাশবিক হত্যাকাণ্ড বলেছেন। তাঁর কথায়, যে কোনও, যে উদ্দেশ্যেই হোক না কেন, উগ্রবাদ নিপাত যাক। ইনস্টাগ্রামে পোস্ট করে জাহ্নবী লিখেছেন, ‘বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তা বর্বর। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা এক ধরনের পশুহত্যার শামিল। যদি আপনারা কেউ তাঁকে কীভাবে অমানবিক গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে তা না জানেন, তাহলে পড়ে দেখুন, দেখুন ভিডিও, প্রশ্ন তুলুন এখনই।’
advertisement
জাহ্নবীর আরও লেখেন, ‘আর তারপরেও যদি আপনার মনে ক্রোধ তৈরি না হয়, তাহলে বুঝতে হবে এই ভন্ডামির জন্য একদিন আমাদেরই অজ্ঞাতে আমাদের ধ্বংস হতে হবে। আমাদের নিজেদের ভাই ও বোনদের যখন পুড়িয়ে মারা হচ্ছে, তখন আমরা দুনিয়া জুড়ে নানান ঘটনার জন্য চোখের জল ভাসাচ্ছি। উগ্রপন্থা তা সে যে কোনও ভাবেই হোক না কেন, তার অবসান প্রয়োজন। মানবিকতা ভুলে যাওয়ার আগে আমাদের সকলের উচিত এর নিন্দা করা।’
আরও পড়ুন: বড়দের পর এবার গরমের ছুটি কমছে প্রাথমিক স্কুলেও, গ্রীষ্মে মাত্র ৬ দিন ছুটি! ঘোষণা শিক্ষা দফতরের
বাংলাদেশের এই হত্যাকাণ্ড নিয়ে সম্ভবত জাহ্নবীই প্রথম মুখ খুললেন বলিউড থেকে। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট নিয়ে শোরগোল পড়েছে। অনেকেই তাঁকে সাধুবাদ জানিয়েছেন। বাংলাদেশে এই নির্মম হত্যাকাণ্ডের নিন্দা চলছে বিশ্বজুড়ে। সেখানে তিনি যে, নির্ভয়ে তাঁর আওয়াজ উঁচুতে তুলেছেন, তাতে অনেকেই খুশি।
