তা কি দেখানো হয়েছে সিরিয়ালে। দেখা যাচ্ছে রথযাত্রা পালন করা হচ্ছে ধারাবাহিকে। রথ টেনে তবে গানের রেকডিং করতে যাবে যমুনা। ওদিকে তাথৈ তাঁর গুন্ডাদের দিয়ে মেরে ফেলার ছক কষেছে যমুনাকে। দিন দুপুরে রথ উল্টে দেওয়ার প্ল্যান করা হব যমুনার ওপরে। সে প্ল্যান ভেস্তে গেলে ধারালো তরোয়াল নিয়ে ছুটতে দেখা যায় গুন্ডাদের। কিন্তু যমুনা হল নায়িকা। তাঁকে মারা অত সহজ নয়। দেবী দুর্গার মতো লড়াই করে গুন্ডাদের হারায় যমুনা। এদিকে তার পরণে শাড়ি, ভারি গয়না, চড়া মেক-আপ। বাস্তব জীবনে এইভাবে এই পোশাকে মারপিট করা কি আদৌ সম্ভব তা নিয়ে প্রশ্ন থেকে যায়। যদিও সে সব বাস্তব ভাবনা সিরিয়ালে আর থাকে কই।
advertisement
এর পর সকলকে পরাস্ত করে যমুনা গান গাইতে যায়। এতদিন ঢাকি হিসেবেই ছিল যমুনার পরিচিতি। এবার সে গায়িকা। 'মমচিত্তে' গানটিকে র্যাপ করে , চোখে জল নিয়ে হাউ মাউ করে গাইছে যমুনা। তবে এখানেই শেষ নয়। এরপর দেখা যায় হাতে বড় বড় নখ নিয়েই গিটার বাজাচ্ছে সে। কিন্তু গিটারের কোনও তারে আঙুল নেই তাঁর। হাতে দিয়ে তার চেপে রেখেই সে কি গিটার বাজানো যমুনার। এই দৃশ্য দেখা মাত্রই হাসির রোল ওঠে। এ কি করে সম্ভব ভেবে নেট দুনিয়ায় শেয়ার হতে থাকে ভিডিও। মুহূর্তে ভাইরাল হয় দৃশ্য। এর পর নেট নাগরিকরা বলতে থাকেন, একটু ভাবনা চিন্তা করে স্ক্রিপ্টটা কেন লেখা হয় না? যদিও কয়েক দিন আগেই গান করে ভাইরাল হয়েছিলেন এই ধারাবাহিকের যমুনা। ফের একবার ট্রোলড হতে হল 'যমুনা ঢাকি'কে।