TRENDING:

Jamal Kudu Dance: মদের গ্লাস মাথায় 'লর্ড' ববির জামাল কুদু নাচ হিট, এই নাচের কোরিওগ্রাফার কে জানেন?

Last Updated:

Jamal Kudu Dance: এই জামাল কুদু গানের মাধ্যমেই স্ক্রিনে এন্ট্রি নেন এই ছবির খলনায়ক ববি দেওয়াল অর্থাৎ আব্রার হকের চরিত্রটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। যে কোনও সোশ্যাল মিডিয়া খুললেই এখন একটাই গান। ‘জামাল-কুদু’ বা ‘জামাল জামালু’। রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ সিনেমার এই গানের মন মাতানো সুরে মজেছে নেট পাড়া। ট্রেন্ডিং তালিকার এক্কেবারে শীর্ষে রয়েছে এই গান। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ ছবি নিয়ে চর্চার শেষ নেই, শেষ নেই বিতর্কেরও। কিন্তু এই সব কিছু ছাপিয়ে গিয়েছে যেটা তা হল ‘জামাল কুদু’।
জামাল কুদু গানে ববি দেওল
জামাল কুদু গানে ববি দেওল
advertisement

এই জামাল কুদু গানের মাধ্যমেই স্ক্রিনে এন্ট্রি নেন এই ছবির খলনায়ক ববি দেওয়াল অর্থাৎ আব্রার হকের চরিত্রটি। কিন্তু বিপুল জনপ্রিয় এই গানটি আদতে ভারতীয় গানই নয়। এটি আসলে ইরানের লোকসঙ্গীত। ইতিহাস বলছে, ১৯৫০ সাল নাগাদ দক্ষিণ ইরানে একদল তরুণী নিজেদের স্কুলে প্রথমবার এই গানটি গেয়েছিলেন। এরপর থেকে ধীরে ধীরে খারাজেমি গার্লস হাই স্কুলে গাওয়া এই গানটি হয়ে ওঠে পারস্য সংস্কৃতির অঙ্গ। ইরানের বিয়ের অনুষ্ঠানে এই গান গাওয়ার রীতি রয়েছে। এই গানটিই ছবিতে ববি দেওলের বিয়ের দৃশ্যে ব্যবহার করা হয়েছে। সেই গানের নাচও তুমুল ভাইরাল। ববির নাচের পোজ এখন সকলেই কপি করে চেষ্টা করছেন।

advertisement

আরও পড়ুন: ছেলের জন্মের পর থেকেই এই মারাত্মক রোগের শিকার অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ!

এই নাচের কোরিওগ্রাফার কে জানেন? ববি জানান, পরিচালক তাঁকে আগেই গানটি শুনিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন এটাই ববির প্রথম দৃশ্যে দেখানো হবে। ববি জানান, পরিচালক তাঁকে আগেই গানটি শুনিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন এটাই ববির প্রথম দৃশ্যে দেখানো হবে। তিনি বলেন, ‘এরপর যখন শ্যুটিং শুরু হয়, কোরিওগ্রাফার আমায় বলে, তুমি শুরু কর। আমি অবাক হয়ে বললাম, কী করব আমি? তখন সন্দীপ আমায় বলে, এমন ভাবে নাচ করতে যাতে কোনওভাবেই ববি নাচ করছে মনে না হয়। আমি চিন্তায় পড়ে যায়।’

advertisement

আরও পড়ুন: ‘দুধ না খেলে হবে না…’, ১০০ রোগের ১ ওষুধ দুধ! সঙ্গে এই ৫ খাবার খেলে শরীরে শক্তি হবে

তারপর অভিনেতা কী ভাবে এই আইডিয়া এল তা জানান। তিনি বলেন, ‘তারপর মাথায় এল ছোটবেলায় যখন পঞ্জাবে যেতাম পরিবারের সকলের সঙ্গে, তখন এইভাবেই আমরা মাথায় গ্লাস নিয়ে নাচতাম। কেন আমরা এরকম করতাম জানি না। তবে এটা সন্দীপকে করে দেখাতেই, ওর পছন্দ হয়ে যায়।’ ‘অ্যানিমাল’ ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে৷ অনেকে এই ছবিটিকে পুরুষ ইগোর জঘন্য প্রদর্শন বলে আক্রমণ করেছেন৷ অনেকে আবার অভিনয়ের দিক থেকে রণবীর কাপুরের ভূয়সী প্রশংসা করেছেন৷ তবে সব মিলিয়ে বলিউডে সাড়া ফেলেছে এই ছবি৷

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jamal Kudu Dance: মদের গ্লাস মাথায় 'লর্ড' ববির জামাল কুদু নাচ হিট, এই নাচের কোরিওগ্রাফার কে জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল