জাহ্নবী ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের সঙ্গে অর্জুনের একটি ছবি দিয়ে লিখলেন, 'শুভ জন্মদিন আমার জ্ঞানী, শক্তিশালী এবং বুদ্ধিদীপ্ত দাদা! যে কিনা সকলের মুখেই হাসি আনতে পারে। আমার দাদা। এখনও তোমাকে এই নামে ডাকলে মন ভাল হয়ে যায়। এই বছরটা তোমারই। অনেক পরিশ্রম করেছো। অনেক বাধা পেরিয়ে উঠে দাঁড়িয়েছ। প্রত্যেকটা মুহূর্তে তোমার থেকে কিছু না কিছ শিখি। আমার পাশে দাঁড়ানোর অনেক ধন্যবাদ। এটাই সত্য। ভালবাসা তোমায়।'
আরও পড়ুন: বয়সে এত বড় প্রেমিকা? অবিরাম আঘাতেও মালাইকাকে ভালোবাসেন বার্থডে বয় অর্জুন!
শ্রীদেবীর মৃত্যুর পরে নিজের সৎ বোন জাহ্নবী এবং খুশি কপূরের কাছাকাছি এসেছেন অর্জুন। তার আগে পর্যন্ত বাবার দ্বিতীয় পরিবারের সঙ্গে মেলামেশা করতে অসুবিধা হত অর্জুনের। নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, ''অংশুলা (অর্জুনের নিজের বোন) 'ভাইয়া' বলে ডাকে আমায় চিরকাল। কিন্তু জাহ্নবী আর খুশি 'ভাইয়া' বলে ডাকলে আমার খুবই অস্বস্তি হত। কারণ তখনও আমরা একটি সুখী পরিবার ছিলাম না। মাঝে মধ্যে দেখা করতাম। সব সময়ে একে অপরের পাশে দাঁড়াতাম না আমরা। কিন্তু সেই চেষ্টা করেছি অনেক পরে।''
আরও পড়ুন: জন্মদিন উপলক্ষে একান্তে অর্জুন-মালাইকা, কোথায় গেলেন জুটিতে?
জাহ্নবী ছাড়াও তাঁর খুড়তুতো দিদি সোনম কপূরও অর্জুনকে শুভেচ্ছা জানিয়েছেন। দু'জনের ছবি পোস্ট করে লিখেছেন, 'শুভ জন্মদিন অর্জুন। আমার ঠিক ১৫ দিন পরে তোমার জন্ম। পিঠোপিঠি বলে হাতে হাত ধরে বড় হয়েছি আমরা। ভাই, তোমায় অনেক ভালবাসা। জীবনে সাফল্য অর্জন করো, কারণ এ সবই তোমার প্রাপ্য।'