TRENDING:

পুজোর আগেই নম্বর বাড়ল জগদ্ধাত্রীর, মিঠাইয়ের মৃত্যুর গুঞ্জনেও লাভ হল না, সেরা কে

Last Updated:

মিঠাই' ধারাবাহিক নিয়ে গুঞ্জন, মিঠাইয়ের চরিত্রকে নাকি মেরে ফেলা হবে ধারাবাহিকে। সেই নিয়ে সৌমিতৃষা কুন্ডুর ভক্তরা হইচই ফেলে দিয়েছেন নেটপাড়ায়। তবে তাতেও চিঁড়ে ভিজল না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কালীপুজো, ভাইফোঁটার মরশুমে টিআরপি লড়াইয়ের নম্বর এল সময়ের পরে। গত সপ্তাহের তুলনায় বেশ অদলবদল হয়েছে এই সপ্তাহের নম্বরখেলায়। বহু দিন বাদে ফের TRP তালিকায় মুখ দেখাল লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক 'এক্কা দোক্কা'। উঠে এল 'সাহেবের চিঠি' এবং 'নবাব নন্দিনী'ও। তবে নম্বর বাড়িয়ে তালিকার উপরে উঠে এসেছে 'জগদ্ধাত্রী'। জগদ্ধাত্রী পুজোর মরশুমে এই ধারাবাহিক একেবারে তৃতীয় স্থানে। গত সপ্তাহে ৭.২ থেকে এবারে ৭.৫।
advertisement

তবে হ্যাট্রিক করার পর আর সিংহাসন ধরে রাখতে পারল না 'গৌরী এল'। নম্বর কমিয়ে প্রথম থেকে দ্বিতীয় স্থান অধিকার করল এই মেগা।

আরও পড়ুন: আরও নম্বর কমল 'মিঠাই'য়ের, কে হল বাংলা সেরা, 'গাঁটছড়া', 'ধুলোকণা' নাকি 'গৌরী এল'

অন্য দিকে আবারও এককালীন বাংলা সেরা এ সপ্তাহের 'বেঙ্গল টপার'-এর খেতাব জয় করল। গত সপ্তাহে যেই ধারাবাহিকের নম্বর ছিল ৭.৬, এবারে তা এক লাফে ৮.৩-তে। একমাত্র মেগা যার নম্বর এবার ৮-এর উপরে। বাংলা সেরা 'ধুলোকণা'। ফুলঝুরিকে চিনতে পেরেছে লালন। গানই ওদের আবার মিলিয়ে দিয়েছে।

advertisement

এদিকে মিঠাই' ধারাবাহিক নিয়ে গুঞ্জন, মিঠাইয়ের চরিত্রকে নাকি মেরে ফেলা হবে ধারাবাহিকে। সেই নিয়ে সৌমিতৃষা কুন্ডুর ভক্তরা হইচই ফেলে দিয়েছেন নেটপাড়ায়। তবে তাতেও চিঁড়ে ভিজল না। নম্বর বরং আরওই কমে গেল এ সপ্তাহে। গত সপ্তাহের মতো অষ্টম স্থানেই জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।

আরও পড়ুন: সেরা দশে নতুনদের রাজত্ব, মিঠাই কি তবে আউট! মেগার লড়াইয়ে সেরা কে?

advertisement

টিআরপি তালিকায় বাকি মেগা কোথায়? দেখে নেওয়া যাক তালিকা---

প্রথম স্থান ধুলোকণা
দ্বিতীয় স্থান গৌরী এল, অনুরাগের ছোঁয়া
তৃতীয় স্থান জগদ্ধাত্রী
চতুর্থ স্থান আলতা ফড়িং
পঞ্চম স্থান গাঁটছড়া
ষষ্ঠ স্থান মাধবীলতা
সপ্তম স্থান সাহেবের চিঠি
অষ্টম স্থান মিঠাই
নবম স্থান এক্কা দোক্কা
দশম স্থান নবাব নন্দিনী

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
পুজোর আগেই নম্বর বাড়ল জগদ্ধাত্রীর, মিঠাইয়ের মৃত্যুর গুঞ্জনেও লাভ হল না, সেরা কে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল