TRENDING:

'স্বপ্নের পুরুষ' সুকেশকে বিয়ের জন্য মরিয়া ছিলেন জ্যাকলিন, বাধা হন সহ-অভিনেতা

Last Updated:

জ্যাকলিনের আবেদনপত্রে লেখা হয়েছে, 'কেবল মাত্র কয়েকটা উপহার নিয়েছেন বলে জ্যাকলিনকে দোষ দেওয়া যায় না। অর্থে যা পরিমাপ করা যায় না, তার চেয়েও বেশি কিছু হারিয়েছেন জ্যাকলিন।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ২০০ কোটি টাকার তছরুপ মামলায় মূল অভিযু্ক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বিশেষ সম্পর্ক। ফলাফল, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) চার্জশিটে অন্যতম অভিযুক্ত হিসেবে নাম জ্যাকলিন ফার্নান্ডেজের। বছরখানেক প্রতারক সুকেশের কারণে বারবার শিরোনাম দখল করেছেন বলি নায়িকা। তার মধ্যে সুকেশ-জ্যাকলিনের বেশ কয়েকটি ঘনিষ্ঠ ছবিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement

একাধিক বার ইডি-র তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন জ্যাকলিন। গত বুধবার দিল্লি পুলিশের আর্থিক দমন শাখায় তদন্তরকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন বলি তারকা। প্রায় আট ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন: ২০০ কোটি টাকা তছরুপের মামলায় জ্যাকলিনকে ৮ ঘন্টা জেরা ইডির

তার পরেই জানা গেল, সুকেশকে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছিলেন জ্যাকলিন। কিন্তু সন্দেহজনক বলে তাঁকে এই কাজে বারবার বাধা দিয়েছেন জ্যাকলিনেরই সহ-অভিনেতা। দিল্লি পুলিশের আর্থিক দমন শাখার স্পেশাল কমিশনার রবীন্দ্র যাদব জানিয়েছেন, সুকেশের অপরাধের কথা জানতে পেরেও জ্যাকলিন তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, তাঁর থেকে উপহার নিয়েছিলেন। অন্য দিকে নোরা তা করেননি। সুকেশের প্রতি সন্দেহ জাগতেই নোরা সম্পর্ক ছিন্ন করে দেন। তাই জ্যাকলিনের নাম রয়েছে অভিযুক্ত হিসেবে আর নোরাকে জেরা করা হচ্ছে সাক্ষী হিসেবে।

advertisement

আরও পড়ুন: নোরা ফতেহিকে আবারও জিজ্ঞাসাবাদ, কালো কাপড়ে মুড়ে এলেন EOW দফতরে

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

যদিও জ্যাকলিনের আবেদনপত্রে লেখা হয়েছে, 'কেবল মাত্র কয়েকটা উপহার নিয়েছেন বলে জ্যাকলিনকে দোষ দেওয়া যায় না। অর্থে যা পরিমাপ করা যায় না, তার চেয়েও বেশি কিছু হারিয়েছেন জ্যাকলিন। আশ্চর্যের বিষয় হল যে তিনি ছাড়া আরও সেলিব্রিটি, বিশেষ করে নোরা ফাতেহিকেও চন্দ্রশেখর উপহার দিয়েছিলেন। কিন্তু তাঁদের সাক্ষী করে জ্যাকলিনকে অভিযুক্ত হিসাবে টেনে আনার চেষ্টা করা হয়েছে। স্পষ্টতই তদন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি খারাপ, উদ্দেশ্যপ্রণোদিত এবং পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি প্রকাশ পাচ্ছে এতে।'

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
'স্বপ্নের পুরুষ' সুকেশকে বিয়ের জন্য মরিয়া ছিলেন জ্যাকলিন, বাধা হন সহ-অভিনেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল