TRENDING:

প্রিয়াঙ্কাকে ছেড়ে, জ্যাকলিনের সঙ্গে শাহরুখ !

Last Updated:

পরিচালক ফারহান আখতার আছেন চুপ করে ৷ কিন্তু প্রযোজক রীতেশ সিদওয়ানি হালকা করে জানিয়ে দিয়েছেন, খুব শীঘ্রই আসছে ‘ডন থ্রি’ !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: পরিচালক ফারহান আখতার আছেন চুপ করে ৷ কিন্তু প্রযোজক রীতেশ সিদওয়ানি হালকা করে জানিয়ে দিয়েছেন, খুব শীঘ্রই আসছে ‘ডন থ্রি’ ! তবে ‘ডন থ্রি’ ছবি নিয়ে শুধু এই খবরটাই বলিউডের হাওয়ায় উড়ছে না, বরং ‘ডন থ্রি’ নিয়ে রয়েছে অন্য বচসাও ৷
advertisement

গুঞ্জনে রয়েছে, ‘ডন থ্রি’ স্ক্রিপ্ট নাকি মোটামুটি রেডি ৷ সেই স্ক্রিপ্ট নাকি শাহরুক ও প্রিয়াঙ্কাকেও শুনিয়েছেন ফারহান৷ শাহরুখ ছবিটা করতে রাজি হলেও, পিগি চপস নাকি স্ক্রিপ্ট শুনেই না করে দিয়েছেন ছবিটা করতে ৷ পিগি নাকি ফারহানকে জানিয়েছেন, তার পক্ষে ‘ডন থ্রি’র জন্য সময় দেওয়া সম্ভব নয় ৷ প্রিয়াঙ্কার এরকম কথায়, ফারহান আর মুখ ফুটে কিছুই বলেনি ৷ চুপ করে প্রিয়াঙ্কার কথা মেনে নিয়েছেন ৷ এরপর থেকেই নতুন করে নায়িতা খোঁজা শুরু করেন ফারহান ৷ আর শোনা গিয়েছে, ‘ডন থ্রি’তে নাকি থাকতে পারে জ্যাকলিন !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

তবে পুরো ব্যাপারটিকেই আপাতত, গুঞ্জন বলে চালিয়েছেন ফারহান ৷ প্রযোজক রীতেশ ‘ডন থ্রি’র কথা বললেও, ফারহান কিন্তু স্পষ্টভাবে ‘ডন থ্রি’ নিয়ে কিছুই বলতে চাননি ৷ শুধু জানিয়েছেন, আপাতত রক অন টু নিয়ে ব্যস্ত আছি, তাই ডন থ্রি নিয়ে কোনও কথা বলতে চাই না !

বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রিয়াঙ্কাকে ছেড়ে, জ্যাকলিনের সঙ্গে শাহরুখ !