TRENDING:

আহত জ্যাকলিন, গুরুতর চোট পেয়েছেন চোখে !

Last Updated:

ঘটনাটি পুরনো ৷ তবে কিছুতেই সেই চোট ভুলতে পারছেন না জ্যাকলিন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ঘটনাটি পুরনো ৷ তবে কিছুতেই সেই চোট ভুলতে পারছেন না জ্যাকলিন ৷ আর ভুলবেনই বা কীভাবে ? চোখে এমন এক চোট পেলেন জ্যাকলিন, যা কিনা কোনও দিনই সারবে না ! হ্যাঁ, ডাক্তাররা নাকি এমনটাই বলেছেন নায়িকাকে !
advertisement

আরও পড়ুন 

‘আমি তোমার পাশেই আছি’, জাহ্নবীকে ভরসা দিলেন অর্জুন কাপুর

ঘটনাটি হল, ‘রেস থ্রি’ শ্যুটিং করতে গিয়ে চোখে গুরুতর চোট পেয়েছেন জ্যাকলিন ৷ চোট লেগেছে জ্যাকলিনের চোখের ‘আইবল’-এ ৷ ডাক্তার জ্যাকলিনকে জানিয়েছেন, আইবলের চোট সারলেও, শেপের গণ্ডগোল থাকবে ৷ অর্থাৎ জ্যাকলিনের আইবল আর গোলাকার থাকবে না !

advertisement

রেস থ্রি- মুক্তির ঠিক এক সপ্তাহ আগে জ্যাকলিন ইনস্টাগ্রামে শেয়ার করলেন, আহত চোখের ছবি ৷ আর লিখলেন, ‘রেস থ্রি-র শ্যুটিংয়ে চোট পেয়েছি ! আমার আইবল আর গোলাকার রইল না ৷ তবে ভগবানের কৃপায় চোখে দেখতে পাচ্ছি ৷ এর থেকে ভালো আর কী চাই !’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
আহত জ্যাকলিন, গুরুতর চোট পেয়েছেন চোখে !