এসভিএফ মিউজ়িকের সঙ্গে গাঁটছড়া বেঁধে জ্যাকলিনের গাওয়া ‘স্টর্মরাইডার’ গানটির বাংলা সংস্করণ তৈরি করেছন অমৃতা সেন এবং সিজি। তাদের সঙ্গেই মিউজিক ভিডিওতে গলা মিলিয়েছেন জ্যাকলিন। জ্যাকলিনের পাশাপাশি দেখা গিয়েছে আরও একাধিক সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালীদের।
আরও পড়ুন: প্রস্রাবের পরপরই ঢকঢক করে জল খাচ্ছেন? কিডনির দফারফা হচ্ছে নাকি? ভুল করার আগে এখনই জানুন
advertisement
শতাব্দী দত্ত বণিক, রাজকুমারী কোকো, ডিম্পল আচার্য এবং অঙ্কিতা সিংহের মতো বাঙালি সমাজমাধ্যমে প্রভাবশালীদের দেখা গিয়েছে মিউজিক ভিডিওতে। প্রথমবার বাংলা গানে গলা মিলিয়ে উচ্ছ্বসিত জ্যাকলিনও।
আরও পড়ুন: তিন তলার বারান্দা থেকে নাবালিকা মেয়েকে ধাক্কা বাবার! যাদবপুরে শিউরে ওঠা ঘটনা, গ্রেফতার অভিযুক্ত
কয়েকবছর আগে বাদশার সঙ্গে ‘গেন্দা ফুল’ গানে বাঙালি রূপে দেখা গিয়েছিল জ্যাকলিনকে। ‘বড়লোকের বিটি গো’, তালে নেচেছিলেন নায়িকা। এবার খোদ বাংলা ভাষায় গান গাইলেন শ্রীলঙ্কার সুন্দরী।