TRENDING:

পাইথনের সঙ্গে জ্যাকলিন, পাশে দাঁড়িয়ে জন-বরুণ !

Last Updated:

এরা নাকি বলিউডি নায়ক ৷ সুন্দরী নায়িকাকে পাইথনের সামনে ফেলে চম্পট !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এরা নাকি বলিউডি নায়ক ৷ সুন্দরী নায়িকাকে পাইথনের সামনে ফেলে চম্পট ! আর নায়িকা ভয়ে জুবুথুবু ! ব্যাপারটা ঘটল সুদূর মরোক্কোতে ৷ আর এই কাণ্ডটা যে দু’জন নায়ক ঘটালেন তাঁরা হলেন বরুণ ধাওয়ান ও জন আব্রাহাম ! নায়িকা হলেন জ্যাকলিন !
advertisement

গপ্পোটা শুরু নতুন ছবি ‘ঢিশুম’-এর শ্যুটিং ফ্লোরে ৷ দুই নায়ক আর এক নায়িকাকে নিয়ে মরোক্কোতে চলছে ছবির একটা গানের দৃশ্য ৷ পরিচালক রোহিত ধাওয়ানের নতুন ‘ঢিশুম’ গানের জন্যই মরোক্কোতে উড়ে গিয়েছে গোটা ছবির থিম ৷ তবে গানটা একেবারেই সাধারণ গানের শ্যুটিং নয় ৷ পরিচালক রোহিতের কথায়, পাইথনের সঙ্গেই গানের দৃশ্যে নাচতে হবে জন, জ্যাকলিন, বরুণকে ৷

advertisement

পরিচালকের নির্দেশে এল পাইথনও ৷ কিন্তু চোখের সামনে পাইথন দেখে চক্ষু চড়ক গাছ দুই নায়ক ও এক নায়িকার ৷ জ্যাকলিন অনেক সাহস করে সামনে গেলেও, দুই নায়ক নাকি ছিলেন বেশ দূরে ৷ তবে শেষমেশ ভয়কে পাশে সরিয়ে তিনজনই সেরে ফেললেন শ্যুটিং ৷ শ্যুটিং শেষে জ্যাকলিন জানালেন, ‘প্রথমে ভয় লাগছিল ৷ পরে ভয় কেটে গেল ৷ পাইথনের ট্রেনাররা দারুণ কাজ করেছে ৷ ওরা না থাকলে, যে কী হোত, কে জানে !’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

‘ঢিশুম’ ছবির অন্য একটি গান নিয়ে এখনও বিতর্ক চলছে ৷ কৃপান পরে জ্যাকলিনের নাচ করা নিয়ে সমালোচনা করেছেন দিল্লির শিখ সম্প্রদ্বায় ৷ আর এবার পাইথনের সঙ্গে নাচের দৃশ্য ৷ ফের কী গান নিয়ে বিতর্ক উঠবে ? একটু হলেও, চিন্তায় রয়েছেন ছবির ছবির পরিচালক !

বাংলা খবর/ খবর/বিনোদন/
পাইথনের সঙ্গে জ্যাকলিন, পাশে দাঁড়িয়ে জন-বরুণ !