গপ্পোটা শুরু নতুন ছবি ‘ঢিশুম’-এর শ্যুটিং ফ্লোরে ৷ দুই নায়ক আর এক নায়িকাকে নিয়ে মরোক্কোতে চলছে ছবির একটা গানের দৃশ্য ৷ পরিচালক রোহিত ধাওয়ানের নতুন ‘ঢিশুম’ গানের জন্যই মরোক্কোতে উড়ে গিয়েছে গোটা ছবির থিম ৷ তবে গানটা একেবারেই সাধারণ গানের শ্যুটিং নয় ৷ পরিচালক রোহিতের কথায়, পাইথনের সঙ্গেই গানের দৃশ্যে নাচতে হবে জন, জ্যাকলিন, বরুণকে ৷
advertisement
পরিচালকের নির্দেশে এল পাইথনও ৷ কিন্তু চোখের সামনে পাইথন দেখে চক্ষু চড়ক গাছ দুই নায়ক ও এক নায়িকার ৷ জ্যাকলিন অনেক সাহস করে সামনে গেলেও, দুই নায়ক নাকি ছিলেন বেশ দূরে ৷ তবে শেষমেশ ভয়কে পাশে সরিয়ে তিনজনই সেরে ফেললেন শ্যুটিং ৷ শ্যুটিং শেষে জ্যাকলিন জানালেন, ‘প্রথমে ভয় লাগছিল ৷ পরে ভয় কেটে গেল ৷ পাইথনের ট্রেনাররা দারুণ কাজ করেছে ৷ ওরা না থাকলে, যে কী হোত, কে জানে !’
‘ঢিশুম’ ছবির অন্য একটি গান নিয়ে এখনও বিতর্ক চলছে ৷ কৃপান পরে জ্যাকলিনের নাচ করা নিয়ে সমালোচনা করেছেন দিল্লির শিখ সম্প্রদ্বায় ৷ আর এবার পাইথনের সঙ্গে নাচের দৃশ্য ৷ ফের কী গান নিয়ে বিতর্ক উঠবে ? একটু হলেও, চিন্তায় রয়েছেন ছবির ছবির পরিচালক !