তব্বু ফিল্মি পরিবেশেই বড় হয়েছেন। তাঁর দিদি ফারহা নাজও একজন নামজাদা অভিনেত্রী ছিলেন। রিপোর্ট থেকে জানা যায় একটি ছবিতে তব্বু এবং জ্যাকি শ্রফ একসঙ্গে কাজ করছিলেন। সেই ছবিতে ছিলেন ড্যানিও। ছবির শ্যুটিং চলাকালীন ড্যানির বাড়িতে ছিল জমজমাট পার্টি। পার্টিতে বোন তব্বুকে সঙ্গে নিয়ে পৌঁছেছিলেন ফারহা। শোনা যায়, এই পার্টিতেই ঘটে সেই ঘটনা।
advertisement
আরও পড়ুন: ‘দেশের সিনেমার ভবিষ্যৎ…’ ‘অ্যানিম্যাল’ নিয়ে বিতর্কের মাঝে ভূয়সী প্রশংসা ‘পুষ্পা’ তারকার
পার্টিতে মদ্যপ অবস্থায় তব্বুর সঙ্গে আপত্তিকর আচরণ করেন জ্যাকি শ্রফ। শোনা যায়, তব্বুকে জোর করে চুমুও খেতে চেয়েছিলেন জ্যাকি শ্রফ। এই ঘটনাকে কেন্দ্র করে তব্বু এবং তাঁর দিদি ফারহার সঙ্গে তুমুল ঝামেলা বাধে জ্যাকির। পরবর্তীকালে দিদির পথাঙ্ক অনুসরণ করেই ফিল্মি দুনিয়ায় পা রাখেন তব্বু। কিন্তু জ্যাকি শ্রফের সঙ্গে কখনও কাজ করেন নি তব্বু।
অবশ্য এই বিষয়ে তব্বু কখনও মুখ খোলেননি। ফারাহ নাজও বিষয়টি নিয়ে একবার সংবাদমাধ্যমের কাছে কথা বললেও পরবর্তীকালে তিনিও এড়িয়ে গিয়েছেন।