মোটামুটি এরকম ভাবেই শুরু হল ‘জব হ্যারি মেট সেজল’ ছবির প্রথম গান ‘রাধা’ ৷ আর প্রথম গানেই নজর কাড়ল শাহরুখ-অনুষ্কা জুটি ৷
এতদিন ছিল টিজার ৷ আর এবার মিনি ট্রেলার ! ভাবছেন এ আবার নতুন কী? আসলে অল্প অল্প করে সিনেমার প্রতি উৎসাহ, কৌতুহল বাড়িয়ে দেওয়ার বলিউডের নতুন ফন্দি হল এই মিনি ট্রেলার ৷ আর এই এক্সপেরিমেন্টটা শাহরুখ শুরু করলেন ইমতিয়াজ আলি-র নতুন ছবি ‘জব হ্যারি মিটস সেজল’ ছবি থেকেই ৷
advertisement
‘জব হ্যারি মিটস সেজল’ ছবির পোস্টার প্রকাশ পাওয়ার পর থেকেই বলিউডে কৌতুহল শুরু হয়েছিল ইমতিয়াজ আলি-র এই নতুন ছবি নিয়ে ৷ আর এবার প্রকাশ্যে এল এই ছবি দু’টি মিনি ট্রেলার ৷ যেখানে বিন্দাস অবতারে দেখা গেল শাহরুখ ও অনুষ্কাকে !
জানা গিয়েছে পঞ্জাবি ট্যুর গাইডের চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে ৷ অন্যদিকে অনুষ্কা অভিনয় করছেন একজন গুজরাটি মেয়ের চরিত্রে ৷ ছবিটির শ্যুটিং হয়েছে প্রাগে !