শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে দিদার মারা যাওয়ার খবর জানিয়ে অভিনেত্রী লেখেন, ২২ দিন ধরে হাসপাতালের বিছানায় কঠিন লড়াই লড়েছেন তাঁর দিদা। কিন্তু শেষরক্ষা হয়নি। ১৮ দিন ভেন্টিলেশনে থাকার পর অবশেষে শেষ নিশ্বাস তিনি।
রণিতা লেখেন, ‘ওঁর আত্মার শান্তি কামনা করি। এই বড়দিন, এই জন্মদিন, এই নববর্ষে দিদা আমাদের সঙ্গেই ছিল। মাথা নাড়িয়ে আমার সব কথার উত্তর দিত। যখন আমি হাসপাতালে ওঁর হাত ধরে বসে থাকতাম ছেলেবেলার কথা মনে পড়ত। যখন দিদা আমার হাত ধরত, শর্তহীন ভালোবাসা আর আদরে ভরিয়ে দিত।’
ধন্যিমেয়ে ধারাবাহিককে অভিনয় করার সময়ই তিনি সুযোগ পেয়েছিলেন ইষ্টি কুটুম ধারাবাহিকের। এই ধারাবাহিকটিতে তার বিপরীতে কাজ করেছিলেন অভিনেতা ঋষি কৌশিক। ধারাবাহিক চলাকালীন মাঝ পথেই অভিনয় থেকে সরে যেতে হয়েছিল তাঁকে। তিনি জানিয়েছিলেন তা্ঁর শারীরিক সমস্যা দেখা দিয়েছিল, মেরুদণ্ডেতে প্রচণ্ড ব্যাথা এবং ওজন বৃদ্ধির কারনেই ইষ্টি কুটুম ছেড়েছিলেন তিনি। অভিনেত্রী এও জানিয়েছিলেনন “ইষ্টি কুটুম ছেড়ে দেওয়া কারণে আমার বিরুদ্ধে কেস করা হয়েছিল। যদিও পরে সেই কেস মিটে গেছে। কিন্তু তখন ব্যাথা নিয়েও আমি কাজ করেছি। যদি আর ওইভাবে করতাম তাহলে হয়তো মরেই যেতাম।”