চলতি বছরে সোনা ফলিয়েছেন ইশা। বক্স অফিস হোক বা ওটিটি, সবেতেই মিলেছে সাফল্য। 'কর্ণসুবর্নের গুপ্তধন'-এর ভাঁড়ার উপছে পড়েছে বক্স অফিসে। অন্য দিকে, রহস্য-রোমাঞ্চে মোড়ানো 'হ্যালো! রিমেম্বার মি!'ও দর্শকমহলে প্রশংসিত। তবে এতেই সন্তুষ্ট নন অভিনেত্রী। তিনি বললেন, "নতুন বছরে আরও ভাল কাজ করতে চাই। নতুন সব চরিত্র করতে পারলে খুশি হব।"
advertisement
আরও পড়ুন: রণবীরের গালে সপাট চড় জ্যাকলিনের! ধুন্ধুমার কাণ্ড রোহিতের ছবির সেটে
আরও পড়ুন: জীবনের নতুন অধ্যায় শুরু! বাবা হলেন প্রিয়াঙ্কা চোপড়ার প্রাক্তন প্রেমিক
আপাতত ইশার ঝুলিতে জমে একগুচ্ছ কাজ। অরিত্র সেনের 'ঘরে ফেরার গান' বড় পর্দায় আসবে নতুন বছরে। এই ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন তিনি। পরমা নেওটিয়ার ছবিতে দেখা যাবে ইশাকে। এ ছাড়াও জানুয়ারিতে মুক্তি পাবে 'ইন্দু'-র দ্বিতীয় কিস্তি।
চলতি বছরে এক টানা কাজ করেছেন। আপাতত নিজেকে সময় দিচ্ছেন ইশা। "কয়েকটা দিন একটু নিজের মতো করে থাকি। আর তার সঙ্গেই চলতে থাকুক ভাল কাজের অপেক্ষা", মৃদু হেসে বললেন ইশা।