গল্পটা ঠিক কেমন ? বিয়ের জন্য দেখতে আসা পরিবার টুকুকে জানায় সোয়েটার বোনা শিখতে পারলে তার বিয়ে হবে। এখান থেকেই শুরু ছবির গল্প। কিন্তু ডিজিটাল যুগে উল-কাটা দিয়ে সোয়েটার বোনে কজন? পরিচালক শিলাদিত্য মৌলিকের কথায়, ‘এটি একটি আত্মবিশ্বাসহীন মেয়ের গল্প। ওকে লোকে যেভাবে চালিত করে ও সেভাবেই চলে। এমন অবস্থায় ওকে বলা হয় একটা সোয়েটার বুনতে পারলে ওর বিয়ে হবে। এর মধ্যে দিয়েই ও একজন স্বাবলম্বী মানুষ হয়। এখানে সোয়েটারটা ভীষণভাবে রূপকের কাজ করে। সেটা ছবিটা দেখলে বোঝা যাবে।’
advertisement
ফের গরম পড়েছে শহরে ৷ আর এ সময় মুক্তি পেতে চলেছে ছবি ৷ তা নিয়ে আড্ডায় মাতলেন ছবির নায়িকা ইশা সাহা, ছবিতে ইশার বয়ফ্রেন্ড সৌরভ দাস এবং সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য ৷ দার্জিলিংয়ে শুটিংয়ের পাশাপাশি নানান অভিজ্ঞতার কথা শেয়ার করলেন তাঁরা ৷ শুটিংয়ের পর কী করতেন তাঁরা জানতে অবশ্যই দেখুন ভিডিও-