TRENDING:

দার্জিলিংয়ে শুটিংয়ের পরের কাণ্ডগুলো ইশাকে ফাঁস করতে বারণ সৌরভের, দেখুন ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: চৈত্রের পচা গরমে কলকাতার যখন দমবন্ধ হয়ে আসছে ঠিক তখন দার্জিলিংয়ের এক পশলা ঝিরঝির বৃষ্টি আর মেঘে উদাস চোখে পাহাড়ের সঙ্গে কথা বলছেন তাঁরা ৷ তাঁরা হলেন পরিচালক শিলাদিত্য মৌলিকের ছবি ‘সোয়টার’-এর চরিত্ররা ৷ দার্জিলিংয়ের অপূর্বে সৌন্দর্য ধরা পড়বে এই ছবিতে ৷ ২৯ মার্চ অর্থাৎ আগামী শুক্রবারই মুক্তি পেতে চলেছে পিএসএস এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘সোয়টার’৷ গত বছরের সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ টানা ১৬ দিন শুটিং চলেছে পাহাড়ে ৷ সেটাও ছিল পচা গরম ৷ তবে নায়িকা জানিয়েছেন, ছবিটিতে হিমেল পরশ আর উষ্ণ আমেজ ধরা দেবে একই সঙ্গে ৷
advertisement

গল্পটা ঠিক কেমন ? বিয়ের জন্য দেখতে আসা পরিবার টুকুকে জানায় সোয়েটার বোনা শিখতে পারলে তার বিয়ে হবে। এখান থেকেই শুরু ছবির গল্প। কিন্তু ডিজিটাল যুগে উল-কাটা দিয়ে সোয়েটার বোনে কজন? পরিচালক শিলাদিত্য মৌলিকের কথায়, ‘এটি একটি আত্মবিশ্বাসহীন মেয়ের গল্প। ওকে লোকে যেভাবে চালিত করে ও সেভাবেই চলে। এমন অবস্থায় ওকে বলা হয় একটা সোয়েটার বুনতে পারলে ওর বিয়ে হবে। এর মধ্যে দিয়েই ও একজন স্বাবলম্বী মানুষ হয়। এখানে সোয়েটারটা ভীষণভাবে রূপকের কাজ করে। সেটা ছবিটা দেখলে বোঝা যাবে।’

advertisement

ফের গরম পড়েছে শহরে ৷ আর এ সময় মুক্তি পেতে চলেছে ছবি ৷ তা নিয়ে আড্ডায় মাতলেন ছবির নায়িকা ইশা সাহা, ছবিতে ইশার বয়ফ্রেন্ড সৌরভ দাস এবং সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য ৷ দার্জিলিংয়ে শুটিংয়ের পাশাপাশি নানান অভিজ্ঞতার কথা শেয়ার করলেন তাঁরা ৷ শুটিংয়ের পর কী করতেন তাঁরা জানতে অবশ্যই দেখুন ভিডিও-

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
দার্জিলিংয়ে শুটিংয়ের পরের কাণ্ডগুলো ইশাকে ফাঁস করতে বারণ সৌরভের, দেখুন ভিডিও