গত মাসে সোনাক্ষীর জন্মদিনে, জহির তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে অভিনেত্রীর একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেকানে ক্যাপশনে লিখেছেন, 'শুভ জন্মদিন সোনজজ... আমাকে না মেরে ফেলার জন্য আপনাকে ধন্যবাদ.. আমি তোমাকে ভালবাসি .. ’ এতে প্রতিক্রিয়া জানিয়ে সোনা উত্তর দিয়েছিল, ‘ধন্যবাদ এবং ভালবাসি তোমাকে। এখন আমি তোমাকে মেরে ফেলতে আসছি।’
আরও পড়ুন: সুন্দরীর রূপে ভুলে দাঁত খোয়ালেন 'গাঁটছড়া'র রাহুল... রেগে আগুন দ্যুতি! দেখুন সেই ভিডিও
advertisement
আরও পড়ুন: গাঁটছড়ার এপিসোডকে ঘিরে হুলুস্থুল কাণ্ড! একজোট হয়ে লড়ছেন খড়িদ্ধি, বনি-কুনাল, সঙ্গে দ্যুতি-রাহুলও
প্রসঙ্গত, জহিরকে সালমান খানের সঙ্গে আগামী ছবি 'কভি ঈদ কাভি দিওয়ালি'তে দেখা যাবে। ছবিতে শেহনাজ গিল, সিদ্ধার্থ নিগম, পূজা হেগড়ে এবং অন্যান্যরা মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। অন্যদিকে সোনাক্ষী শীঘ্রই একটি পুলিশের সিরিজ দিয়ে ডিজিটালে প্রথম অভিনয় শুরু করবেন।