TRENDING:

রিচা জানালেন, এর সঙ্গেই প্রেম করছি !

Last Updated:

রিচা চড্ডা ! বলিউডে ভালো অভিনেত্রীর তালিকায় বহুদিন আগেই নাম লিখিয়ে ফেলেছেন তিনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: রিচা চড্ডা ! বলিউডে ভালো অভিনেত্রীর তালিকায় বহুদিন আগেই নাম লিখিয়ে ফেলেছেন তিনি ৷ তবে সবর্দা বিন্দাস রিচা, কখনই প্রকাশ্যে আনেননি তাঁর ব্যক্তিগহত জীবন ৷ তবে এবার যেন একশো আশি ডিগ্রি নিজেকে ঘুরিয়ে ফেললেন রিচা ৷ ট্যুইটার, ইনস্টাগ্রামে জানিয়ে দিলেন, নিজের প্রেমের কথা !
advertisement

বলিউডের গুঞ্জনে কান পাতলে শোনা যাচ্ছে, অভিনেতা আলি জফরের সঙ্গেই নাকি প্রেম করছেন রিচা চড্ডা ৷ দু’জনকে বহুদিন ধরেই ডেট করতে দেখা যাচ্ছিল ৷ তবে এবার ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে নিজেদের ছবি পোস্ট করলেন রিচা ও আলি জাফর ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ইন্ডাস্ট্রিতে রটে যাওয়া খবর অনুযায়ী, ২০১৩ সালে ‘ফুকরে’ ছবির শ্যুটিং ফ্লোরে আলাপ হয় রিচা ও আলি জাফরের ৷ আর সেখান থেকেই প্রেম ৷ ফুকরে রিটার্নসেও দেখা যাবে রিচা ও আলি জাফরকে ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
রিচা জানালেন, এর সঙ্গেই প্রেম করছি !