TRENDING:

প্রেগন্যান্ট অবস্থায় 'লাল সিং চাড্ডা'র শ্যুটিং কিভাবে করবেন করিনা ? চিন্তায় আমির খান

Last Updated:

সেপ্টেম্বর থেকে শ্যুটিং হওয়ার কথা। ১০০ দিনের কাজ আছে অভিনেত্রীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় সইফ আলি খান ও করিনা কাপুর খান জানিয়েছেন তাঁদের দ্বিতীয় সন্তান আসার কথা। ফের একবার মা হতে চলেছেন করিনা। তাঁদের প্রথম সন্তান তৈমুর আলি খান। তৈমুর তাঁর মিষ্টতার জন্য জন্মের পর থেকেই মিডিয়ার নজরে এসেছেন। তাই করিনার পরের সন্তান নিয়েও সকলের উৎসাহ রয়েছে। তবে এই অবস্থায় করিনা কি শ্যুটিং করতে পারবেন ?
advertisement

গর্ভবতী হওয়ার পর ফের শ্যুটিংয়ে ফিরবেন করিনা, এ কথা তিনিই জানিয়েছিলেন। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গে 'লাল সিং চাড্ডা'তে অভিনয় করার কথা তাঁর। তবে করিনার বেবি ব্যাম্প দেখা দিতে শুরু করায় প্রথম দিকে সিনেমার পরিচালক থেকে শুরু করে সকলেই বেশ চিন্তিত ছিলেন। তবে এই সমস্যার সমাধান করে ফেলেছেন প্রোডাকশন টিম। তাঁরা ভিএফএক্স-এর মাধ্যমে এই সমস্যা সমাধান করে ফেলবেন। কিন্তু তারপরেও প্রশ্ন উঠতে থাকে করিনা শ্যুটিং করবেন তো?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন?
আরও দেখুন

সেপ্টেম্বর থেকে শ্যুটিং হওয়ার কথা। ১০০ দিনের কাজ আছে অভিনেত্রীর। আমির খান শ্যুটিং শুরু করে দিয়েছেন। তবে করিনা পরিস্কার জানিয়েছেন, তিনি এখন কোনও ছুটি নেবেন না। লালা সিং চাড্ডা-র কাজ শেষ করেই ছুটিতে যাবেন তিনি।  এই বিষয়টা নিয়ে চিন্তিত ছিলেন আমির খানও। কিন্তু সব জট কাটিয়ে দিয়েছেন করিনা কাপুর খান নিজেই।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রেগন্যান্ট অবস্থায় 'লাল সিং চাড্ডা'র শ্যুটিং কিভাবে করবেন করিনা ? চিন্তায় আমির খান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল