TRENDING:

Gossip: এত ঝামেলার পর সেই বরের সঙ্গেই সংসার? আসছে সন্তান? প্রেগন্যান্ট নাকি সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখন্ডে

Last Updated:

Ankita Lokhande: বিগ বসের ঘরেই দেখা গিয়েছে তাঁদের সম্পর্কের টানাপোড়েন৷ তারপরও সেই স্বামীর সঙ্গেই সন্তানের পরিকল্পনা করলেন অঙ্কিতা?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অঙ্কিতা লোখান্ডে, বিগ বস ১৭-র প্রতিযোগী৷ অভিনেত্রী হিসেবে তিনি বেশ জনপ্রিয়৷ তবে তিনি সিরিয়াল স্টার৷ এবং অবশ্যই প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন গার্লফ্রেন্ড হিসেবে তাঁর পরিচিতি৷ তিনি কি এখন প্রেগন্যান্ট? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারিদিকে৷
advertisement

পবিত্র রিস্তা ধারাবাহিক থেকে তাঁর যাত্রা শুরু৷ এবং সেই সিরিয়াল থেকেই তিনি খ্যাতির শিখরে পৌঁছন৷ তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি৷ একে একে অনেক কাজ এসেছে তাঁর ঝুলিতে৷ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন অঙ্কিতা৷

advertisement

এখন তিনি বিবাহিত৷ তাঁর স্বামী ভিকি জৈন৷ সুশান্ত সিং-এর সঙ্গে সম্পর্ক ভাঙার পর বেশ কয়েকদিন সিঙ্গল ছিলেন অঙ্কিতা৷ তারপর শুরু হয় অঙ্কিতা-ভিকির প্রেম৷ তাঁর সঙ্গেই সংসার পাতেন নায়িকা৷ এমনকী সুশান্তের মৃত্যুর সময় খুবই ভেঙে পড়েন অঙ্কিতা৷ তাঁর মন শক্ত রাখার জন্য পাশে ছিলেন ভিকি তাঁর পাশে ছিলেন ভিকি৷

advertisement

কিন্তু এরপরই ঘটে গেল জীবনেই সেই ঘটনা৷ বিয়ের পর ভিকি ও অঙ্কিতা দু’জনেই গিয়েছিলেন বিগ বসের ঘরে, প্রতিযোগী হিসেবে৷ আর সেখানেই জনসমক্ষে চলে এল তাঁদের নোংরা লড়াই, একে অপরের প্রতি ঘৃণা৷ ছবি না ভিডিওতে দেখানো ভালবাসা যেন উবে গেল৷

advertisement

এমকী অঙ্কিতার শাশুড়িও বৌমার নামে নিন্দে মন্দ করতে ছাড়ননি৷ একটা সময় মনে হতেই লাগল যেন অঙ্কিতা ও ভিকির বিচ্ছেদ হয়ে যাবে৷ তবে সেদিকে এগোয়নি তাঁদের সম্পর্ক৷ বরং আরও মধুর হয়েছে তাঁদের প্রেম৷ নতুন খবরই তার প্রমাণ৷

advertisement

শোনা যাচ্ছে অঙ্কিতা লোখান্ডে নাকি মা হতে চলেছেন! খুবই খুশির খবর অঙ্কিতা-ভিকির বাড়িতে৷ তবে কোথা থেকে জানা গেল যে তিনি প্রেগন্যান্ট?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আসলে মাদার্স ডে শুভেচ্ছা জানাতে গিয়ে অঙ্কিতা তাঁর মাকে এবং নিজেকেও শুভেচ্ছা জানিয়েছেন৷ সেই থেকেই শুরু হয়েছে জল্পনা৷ তবে এই নিয়ে প্রকাশ্যে কিছু জানাননি৷ এখন দেখাই যাক ঘটনা কতটা সত্যি৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Gossip: এত ঝামেলার পর সেই বরের সঙ্গেই সংসার? আসছে সন্তান? প্রেগন্যান্ট নাকি সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখন্ডে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল