TRENDING:

Abhishek Bachchan: রাজনীতিতে যোগ দিচ্ছেন অভিষেক বচ্চন? হঠাৎ তারকার রাজনীতি যোগ নিয়ে জল্পনা

Last Updated:

Abhishek Bachchan: কেন এই নিয়ে আলোচনা হচ্ছে হঠাৎ? কারণ সম্প্রতি প্রয়াগরাজে সমীক্ষা চালিয়েছে সমাজবাদী পার্টির দলের সদস্যরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: অনেকদিন ধরেই একই জল্পনা চলছে, রাজনীতিতে যোগ দিচ্ছেন অভিষেক বচ্চন৷ কিন্তু আদৌ কি সেই ঘটনা সত্যি? সম্প্রতি তাই নিয়ে বিস্তারিত খবর পাওয়া গিয়েছে অভিষেক বচ্চনের সূত্রে৷ কেন এই নিয়ে আলোচনা হচ্ছে হঠাৎ? কারণ সম্প্রতি প্রয়াগরাজে সমীক্ষা চালিয়েছে সমাজবাদী পার্টির দলের সদস্যরা৷
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

কী সমীক্ষা, সেখানে দেখা হয়েছে, প্রয়াগরাজের রাজনৈতিক পরিস্থিতি বিচার করা হয়েছে৷ দেখা হয়েছে সেখানে কতটা জনপ্রিযতা রয়েছে অভিষেক বচ্চনের৷ আগামী লোকসভা নির্বাচনে কী প্রয়াগরাজ থেকে লড়াই করতে চলেছে অভিষেক বচ্চন? তবে অভিষেকের সূত্র মারফত যে খবর পাওয়া গিয়েছে, তাতে নির্বাচনে লড়াই করা বা রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছা নেই অভিষেকের৷ তিনি তাঁর ভালবাসার জায়গাটিতেই থাকতে চান৷

advertisement

কী বলা হয়েছে অভিষেকের তরফ থেকে সূত্র মারফত? বলা হয়েছে, ‘অভিষেক বচ্চন অভিনয় ভালবাসেন৷ তিনি হৃদয় দিয়ে তিনি তাঁর পেশার প্রতি একাগ্র৷ তিনি নিজেই এই রাজনীতিতে যোগ দেওয়ার কথা শুনে অবাক হয়ে গিয়েছেন৷

আরও পড়ুন: ২১ জুলাই বড় কোনও চমক দেবেন অনুব্রত? তিহাড়ে গুঞ্জন, কেষ্টর কামব্যাক কবে!

advertisement

তিনি কখনই এর আগে রাজনীতিতে যোগ দেওয়ার কথা কখনও ভাবেননি৷ অভিনয় তাঁর প্যাশনের জায়গা৷ তিনি রাজনীতিতে কোনওরকম ভাবে যুক্ত হতে চান না৷’

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

তবে, অভিষেকের মা দীর্ঘদিন ধরেই রাজনীতিতে যুক্ত৷ তিনি সমাজবাদী পার্টির রাজ্যসভার সদস্য৷ ২০০০ সালে রিফিউজি ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন অভিষেক বচ্চন৷ তার পরে গুরু, বব বিশ্বাস, হ্যাপি নিউ ইয়ার, কভি আলবিদা না ক্যাহেনার মতো ছবিতেও তিনি অভিনয় করেছেন৷’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Abhishek Bachchan: রাজনীতিতে যোগ দিচ্ছেন অভিষেক বচ্চন? হঠাৎ তারকার রাজনীতি যোগ নিয়ে জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল