আরও পড়ুন- ১৬ টি ভাষায় ২৫০০০ এরও বেশি গান! এখনও নস্টালজিয়ায় কবিতা কৃষ্ণমূর্তির গান
সুতপা জানিয়েছেন, নিজের জন্মদিনের আগের রাতে (Remembering Irrfan Khan) ঘুমোতে পারেননি তিনি। অজস্র স্মৃতি ভিড় করে দাঁড়িয়েছে, অনন্ত রাগ, ভালোবাসা ফের মূর্ত হয়ে উঠেছিল যেন। সুতপা লিখেছেন, “প্রথম প্রথম রাগ হত, তারপর কষ্ট পেতাম, তারপর আশা করাই ছেড়ে দিয়েছিলাম এবং শেষমেশ আমার জন্মদিন উদযাপন না করা এবং ভুলে যাওয়ার পিছনে তোমার যে দার্শনিক কারণ তাকে খুশি মনে গ্রহণ করেছি”। সুতপা জানিয়েছেন, নিজের এক জন্মদিনের আগের রাতে ইরফানকে বলেছিলেন ঠিক কী কী ভাবে উদযাপন পছন্দ করেন সুতপা এবং শুধু জন্মদিন নয় ইরফানের সঙ্গে কাটানো সময় হিসেবেই প্রতিটা মুহূর্ত উদযাপন করতে ভালোবাসতেন সুতপা।
আরও পড়ুন- ঠোঁটে ঠোঁটে ডুবে গেল সেলেব বলি দম্পতির সকাল, ভাইরাল মীরা -শহিদের লিপলক!
দুই সন্তানের মা সুতপার ধারণা, ইরফান নিশ্চয়ই বাবিল এবং আয়ানের স্বপ্নে ফিসফিসিয়ে বলে গিয়েছেন মায়ের জন্মদিন উদযাপনের কথা। সুতপা অবাক হয়েছেন যে, ছেলেরা মায়ের জন্মদিন ভুলে যায়নি এবং মধ্যরাতে শুভেচ্ছাও জানিয়েছে (Remembering Irrfan Khan)। “গভীর সন্দেহ রয়েছে, তুমি নিশ্চয়ই ওদের স্বপ্নে এসে ফিসফিস করে বলে গিয়েছো, নাহলে এত কিছু প্ল্যান করবে ওরা!” লিখেছেন সুতপা। জানিয়েছেন, নিজের জন্মদিন উদযাপনের সময় এভাবে ইরফানকে আগে কখনও মিস করেননি তিনি।
সুতপার বিশ্বাস, জন্মদিনে বিশ্বাস না রাখলেও তাঁদের ছেলেরা যে মাকে এতো ভালোবাসে এ দেখলে খুব খুশিই হতেন ইরফান।