কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আপনার ছবি নন্দন ১-ই দেখানো হোক ৷ এমনই তো চাইছিলেন... অন্য হলে নয় কেন ?
আসলে যা যা ভেন্যু ছিল তার মধ্যে নন্দন ১-ই তো ছবি দেখানোর জন্যে সব থেকে উপভোগ্য ৷ নন্দন থেকেই শুরু হয় আমার অন্য রকম সিনেমা দেখার শিক্ষা ৷ যদিও আমি ছবি দেখা নিয়ে খুব বাড়াবাড়ি করতে পারি না ৷ দিনে একটার বেশি সিনেমা দেখতে পারি না ৷ ক্লান্ত হয়ে পড়ি ৷
advertisement
সেকি, কেন ?
আসলে দিনে একটি ছবির আনন্দ নিতেই আমি প্রস্তুত ৷ সেটা নিয়েই সারাদিন আচ্ছন্ন থাকতে ভালবাসি ৷ তাই এমনভাবেই ছবি দেখি ৷
প্রচুর মানুষ দেখেছেন 'জোনাকি' ৷ যাদের সঙ্গে কথা হয়েছে সবাই বলছেন ইনটেন্স, মুহুর্তগুলো দারুণ ৷ আগের ছবি থেকে তো একেবারেই আলাদা ৷ ছবিতে কি টাচ বা স্পর্শ-র বিষয়টার ওপর একটু জোর দেওয়া হয়েছে ?
ছবিটা খুব অন্যরকম নয় ৷ একেবারে অন্যরকম ৷ রূপকের ব্যবহারও তেমন নয় ৷ তবে যতবার দেখবে, ততবারই নতুন ভাবের উদ্রেক হবে ৷ আসলে নিজের দিদার কথা বলতে চেয়েছি তো ৷ তাই অন্যরকম অনুভুতিতে ঠাসা জোনাকি ৷ মন ভারী বোঝাতে নানা রকম রকম সিকুয়েন্স রাখা হয়েছে ৷ ছবিতে কোন সুরের ব্যবহার নেই ৷ তবে ট্রেলরের হিপনোটিক সাউন্ড স্কেপও সেই মন কেমন বোঝাতেই ৷ এখানে একটা কথা না বলে পারছি না ৷ নন্দনে ছবি দেখতে যারা আসেন তারা ছবি দেখার জন্য তৈরি নন ৷ কারণ ছবি চলছে, তার মধ্যেই অনেকে দরজা খুলে বেড়িয়ে আসছেন ৷ ফোন বেজে উঠছে ৷ সিনেমা দেখার একটা নিয়ম আছে, সেটা কোনভাবেই মানা হচ্ছে না ৷
আর কোন কোন ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে ? ইফিতে তো দেখানো হচ্ছে না ৷
না, হচ্ছে না ৷
আসা যাওয়ার মাঝে, তারপর জোনাকি ....প্রথম ছবি থেকেই একটা ক্রেজ তো তৈরি হয়েছে ৷ ছবি বানাতে গিয়ে কী দর্শকদের প্রত্যাশার চাপ তৈরি হয়েছে ? ছবি বানানোর সময় তৈরির মজাতেই মজে থাকি ৷ কী হবে বা হবে না সেই ভেবে আনন্দ থেকে বঞ্চিত হব কেন ? (এটা বলতে গিয়েই দারুণ একটি তুলনা টেনে আনেন আদিত্য বিক্রম ৷) তাঁর কথায় সন্তান কেমন হবে সেই ভেবে তো আর কেউ সন্তান ধারণের প্রক্রিয়া থেকে সরে আসেন না !
পরের ছবির কথা জানান কিছু.. আমার দ্বিতীয় ছবি যেটা হওয়ার ছিল, কলকাতার ওপর সেটাই ৷ খুবই রোমাঞ্চকর ও রিয়ালিস্টিক ৷ কাস্টিং এখনও লক হয়নি ৷
বাংলায় কার ছবি ভাল লাগে, কনটেম্পরারিদের মধ্যে ? সবার ছবিই আমার ভাললাগে ৷ তবে মনে হয় যদি ছবিগুলোর জন্য আরও একটু সময় দিলে ভাল হতো...
এতটা নির্ঝঞ্ঝাট থাকেন কীভাবে ? কোন পিআর নেই, পার্টি নেই, ইন্টারভিউ দেওয়ার তাগিদ নেই... দরকারই তো হয় না ৷ আমি আসলে বেশি কথা বললেই খুব হাঁপিয়ে যাই ৷ তাই তো খুব বেশি সাক্ষাৎকার দিতে পারি না ৷ (ফোনের ওপার থেকেই উঠে এল হাল্কা হাসি )
জোনাকি কবে রিলিজ হবে ? তখন কী শহর জুড়ে হোর্ডিং পড়বে ? নাকি সেটাও হবে চুপিসাড়ে ? ২০১৯ ৷ প্ল্যানিং চলছে ৷ প্রচার ছবির চরিত্র অনুযায়ী হবে ৷ যেই ছবি শহরের বাইরে কেউ দেখবে না, সেই ছবির প্রচার তো সব জায়গায় করা যাবে না ...