TRENDING:

সিনেমা দেখার নিয়ম আছে, আমাদের এখানে সেটা মিসিং: পরিচালক আদিত্য বিক্রম

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: 'আসা যাওয়ার মাঝে' ছবি দিয়ে তাঁর আত্মপ্রকাশ ৷ প্রথম ছবি দিয়েই শহুরে দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি হয়েছিল ৷ আদিত্য বিক্রম এখন পরিচিত নাম ৷ পরবর্তি ছবির জন্যও চলছে অপেক্ষা ৷ তার মাঝেই দ্বিতীয় ছবি নিয়ে কলকাতা আন্তর্জাতিক উৎসবে এলেন আদিত্য ৷ নন্দন ১-এ দেখানো হল তাঁর ছবি ‘জোনাকি’ ৷ হল উপচে পড়ল দর্শক ৷ যারা আদিত্য বিক্রমকে চেনেন তাঁরা জানেন ক্যামারার পিছনেই থাকতে ভালবাসেন তিনি ৷ কোন রকম সাক্ষাৎকারে ব্যাপক অনীহা, বিশেষ করে সেটা যদি হয় অডিও ভিসুয়্যাল ! তাবে ফোনে ইন্টারভিউ হবে শুনে কিছুটা স্বস্তি পেলেন পরিচালক ৷ এই মুহূর্তে তাঁর তৃতীয় ছবির প্রিপ্রোডাকশনের কাজে তিনি ব্যস্ত ৷ কাজের জন্য বিশেষ একটি বাড়ির খোঁজের মধ্যে হয়ে গেল সাক্ষাৎকারটি ৷
advertisement

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আপনার ছবি নন্দন ১-ই দেখানো হোক ৷ এমনই তো চাইছিলেন... অন্য হলে নয় কেন ?

আসলে যা যা ভেন্যু ছিল তার মধ্যে নন্দন ১-ই তো ছবি দেখানোর জন্যে সব থেকে উপভোগ্য ৷ নন্দন থেকেই শুরু হয় আমার অন্য রকম সিনেমা দেখার শিক্ষা ৷ যদিও আমি ছবি দেখা নিয়ে খুব বাড়াবাড়ি করতে পারি না ৷ দিনে একটার বেশি সিনেমা দেখতে পারি না ৷ ক্লান্ত হয়ে পড়ি ৷

advertisement

সেকি, কেন ?

আসলে দিনে একটি ছবির আনন্দ নিতেই আমি প্রস্তুত ৷ সেটা নিয়েই সারাদিন আচ্ছন্ন থাকতে ভালবাসি ৷ তাই এমনভাবেই ছবি দেখি ৷

প্রচুর মানুষ দেখেছেন 'জোনাকি' ৷ যাদের সঙ্গে কথা হয়েছে সবাই বলছেন ইনটেন্স, মুহুর্তগুলো দারুণ ৷ আগের ছবি থেকে তো একেবারেই আলাদা ৷ ছবিতে কি টাচ বা স্পর্শ-র বিষয়টার ওপর একটু জোর দেওয়া হয়েছে ?

advertisement

ছবিটা খুব অন্যরকম নয় ৷ একেবারে অন্যরকম ৷ রূপকের ব্যবহারও তেমন নয় ৷ তবে যতবার দেখবে, ততবারই নতুন ভাবের উদ্রেক হবে ৷ আসলে নিজের দিদার কথা বলতে চেয়েছি তো ৷ তাই অন্যরকম অনুভুতিতে ঠাসা জোনাকি ৷ মন ভারী বোঝাতে নানা রকম রকম সিকুয়েন্স রাখা হয়েছে ৷ ছবিতে কোন সুরের ব্যবহার নেই ৷ তবে ট্রেলরের হিপনোটিক সাউন্ড স্কেপও সেই মন কেমন বোঝাতেই ৷ এখানে একটা কথা না বলে পারছি না ৷ নন্দনে ছবি দেখতে যারা আসেন তারা ছবি দেখার জন্য তৈরি নন ৷ কারণ ছবি চলছে, তার মধ্যেই অনেকে দরজা খুলে বেড়িয়ে আসছেন ৷ ফোন বেজে উঠছে ৷ সিনেমা দেখার একটা নিয়ম আছে, সেটা কোনভাবেই মানা হচ্ছে না ৷

advertisement

আর কোন কোন ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে ? ইফিতে তো দেখানো হচ্ছে না ৷

না, হচ্ছে না ৷

আসা যাওয়ার মাঝে, তারপর জোনাকি ....প্রথম ছবি থেকেই একটা ক্রেজ তো তৈরি হয়েছে ৷ ছবি বানাতে গিয়ে কী দর্শকদের প্রত্যাশার চাপ তৈরি হয়েছে ?                                                                                                                                 ছবি বানানোর সময় তৈরির মজাতেই মজে থাকি ৷ কী হবে বা হবে না সেই ভেবে আনন্দ থেকে বঞ্চিত হব কেন ? (এটা বলতে গিয়েই দারুণ একটি তুলনা টেনে আনেন আদিত্য বিক্রম ৷) তাঁর কথায় সন্তান কেমন হবে সেই ভেবে তো আর কেউ সন্তান ধারণের প্রক্রিয়া থেকে সরে আসেন না !

advertisement

পরের ছবির কথা জানান কিছু..                                                                            আমার দ্বিতীয় ছবি যেটা হওয়ার ছিল, কলকাতার ওপর সেটাই ৷ খুবই রোমাঞ্চকর ও রিয়ালিস্টিক ৷ কাস্টিং এখনও লক হয়নি ৷

বাংলায় কার ছবি ভাল লাগে, কনটেম্পরারিদের মধ্যে ?                                      সবার ছবিই আমার ভাললাগে ৷ তবে মনে হয় যদি ছবিগুলোর জন্য আরও একটু সময় দিলে ভাল হতো...

এতটা নির্ঝঞ্ঝাট থাকেন কীভাবে ? কোন পিআর নেই, পার্টি নেই, ইন্টারভিউ দেওয়ার তাগিদ নেই...                                                                                                   দরকারই তো হয় না ৷ আমি আসলে বেশি কথা বললেই খুব হাঁপিয়ে যাই ৷ তাই তো খুব বেশি সাক্ষাৎকার দিতে পারি না ৷ (ফোনের ওপার থেকেই উঠে এল হাল্কা হাসি )

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

জোনাকি কবে রিলিজ হবে ? তখন কী শহর জুড়ে হোর্ডিং পড়বে ? নাকি সেটাও হবে চুপিসাড়ে ?                                                                                                   ২০১৯ ৷ প্ল্যানিং চলছে ৷ প্রচার ছবির চরিত্র অনুযায়ী হবে ৷ যেই ছবি শহরের বাইরে কেউ দেখবে না, সেই ছবির প্রচার তো সব জায়গায় করা যাবে না ...

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
সিনেমা দেখার নিয়ম আছে, আমাদের এখানে সেটা মিসিং: পরিচালক আদিত্য বিক্রম