অনুষ্ঠানে উপস্থিত স্টাইল আইকন নবাব-ঘরণী করিনার পরনে ছিল একটি ঝলমলে শিমারি কো-অর্ড আউটফিট। অন্য দিকে অল-ব্ল্যাক লুকে হট অবতারে রেড কার্পেটে মাতালেন আলিয়া। আর ক্যাটরিনা বেছেছিলেন একটি দুর্দান্ত ফ্লোরাল গাউন। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। একটি ছবিতে এই তিনজনকে একসঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে দেখা গেল। আর ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মন্তব্য, “এঁদের প্রত্যেকের কোনও না কোনও ভাবে রণবীর কাপুরের সঙ্গে যোগ রয়েছে।” অন্য জন আবার লিখেছেন, “কারও বোন, কারও প্রাক্তন, কারও স্ত্রী।”
advertisement
আরও পড়ুন- অষ্টমীর রাতেই সব শেষ! প্রিয়জনকে হারালেন সুদীপা, শোকে পাথর ‘রান্নাঘর’-খ্যাত অভিনেত্রী
এখানেই শেষ নয়, নেটিজেনরা এই ছবির ক্ষেত্রে ‘জি লে জারা’ ছবির প্রসঙ্গও টেনে এনেছেন। মহিলাদের রোড ট্রিপ এবং জীবন উপভোগের কাহিনীই ফুটে উঠবে সেখানে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটকে। সেই ছবির প্রসঙ্গে উত্থাপন করে এক নেটাগরিকের দাবি, “এই কাস্টই আমরা ‘জি লে জারা’-তে দেখতে চাই।” অন্য আরও এক নেটিজেনের গলাতেও একই সুর শোনা গেল। তিনি লিখেছেন, “এটা ‘জি লে জারা’-র সেরা কাস্ট হবে।”
বর্তমানে নিজের ওটিটি ডেবিউ ‘জানে জান’-এর সাফল্যের স্বাদ উপভোগ করছেন করিনা কাপুর খান। তাঁর পাশাপাশি মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে জয়দীপ অহলাওয়াত এবং বিজয় বর্মাকেও। সেই সঙ্গে ‘দ্য বাকিংহাম মার্ডারস’ ছবির হাত ধরে প্রথম বারের জন্য প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করলেন করিনা। শুধু তা-ই নয়, হনসল মেহতা পরিচালিত এই ক্রাইম-থ্রিলার ফিল্মে অভিনয়ও করেছেন তিনি। এছাড়াও ‘দ্য ক্রু’ এবং ‘সিংহম এগেইন’ ছবির কাজও রয়েছে অভিনেত্রীর হাতে। অন্য দিকে আবার ‘টাইগার ৩’-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন ক্যাটরিনা। দীপাবলিতে মুক্তি পাচ্ছে এই ছবিটি। অন্য দিকে ‘জিগরা’ ছবির জন্য শ্যুটিং শুরু করতে চলেছেন রণবীর-ঘরণী।