TRENDING:

Jio World Plaza: 'জিও ওয়ার্ল্ড প্লাজা'র উদ্বোধনী অনুষ্ঠানে করিনা-ক্যাটরিনা-আলিয়া, ভাইরাল ছবিতে 'রণবীর'-কে খুঁজছেন নেটিজেনরা

Last Updated:

Jio World Plaza: ওই উদ্বোধনী অনুষ্ঠানের ছবি-ভিডিও হু-হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এরই মধ্যে একটি ছবি বিশেষ নজর কেড়েছে নেটিজেনদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: মহাধুমধাম করে মঙ্গলবার রাতে উদ্বোধন হল জিও ওয়ার্ল্ড প্লাজা। সেই উপলক্ষ্যে বসল যেন নক্ষত্রের হাট! রেড কার্পেটে যেন আগুন ধরালেন বলিউডের তাবড় তারকারা! করিনা কাপুর খান থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাটের মতো বি-টাউনের প্রথম সারির অভিনেত্রীরা উপস্থিত ছিলেন। ওই উদ্বোধনী অনুষ্ঠানের ছবি-ভিডিও হু-হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এরই মধ্যে একটি ছবি বিশেষ নজর কেড়েছে নেটিজেনদের। ওই ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে করিনা কাপুর খান, আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফকে।
advertisement

অনুষ্ঠানে উপস্থিত স্টাইল আইকন নবাব-ঘরণী করিনার পরনে ছিল একটি ঝলমলে শিমারি কো-অর্ড আউটফিট। অন্য দিকে অল-ব্ল্যাক লুকে হট অবতারে রেড কার্পেটে মাতালেন আলিয়া। আর ক্যাটরিনা বেছেছিলেন একটি দুর্দান্ত ফ্লোরাল গাউন। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। একটি ছবিতে এই তিনজনকে একসঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে দেখা গেল। আর ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মন্তব্য, “এঁদের প্রত্যেকের কোনও না কোনও ভাবে রণবীর কাপুরের সঙ্গে যোগ রয়েছে।” অন্য জন আবার লিখেছেন, “কারও বোন, কারও প্রাক্তন, কারও স্ত্রী।”

advertisement

আরও পড়ুন- বিছানায় ‘এটা’ই বেশি ব্যবহার করেন রণবীর! বিচ্ছেদের পরও ‘এক বাক্স’ উপহার দিতে চেয়েছিলেন দীপিকা, কী জানেন?

আরও পড়ুন- অষ্টমীর রাতেই সব শেষ! প্রিয়জনকে হারালেন সুদীপা, শোকে পাথর ‘রান্নাঘর’-খ্যাত অভিনেত্রী

এখানেই শেষ নয়, নেটিজেনরা এই ছবির ক্ষেত্রে ‘জি লে জারা’ ছবির প্রসঙ্গও টেনে এনেছেন। মহিলাদের রোড ট্রিপ এবং জীবন উপভোগের কাহিনীই ফুটে উঠবে সেখানে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটকে। সেই ছবির প্রসঙ্গে উত্থাপন করে এক নেটাগরিকের দাবি, “এই কাস্টই আমরা ‘জি লে জারা’-তে দেখতে চাই।” অন্য আরও এক নেটিজেনের গলাতেও একই সুর শোনা গেল। তিনি লিখেছেন, “এটা ‘জি লে জারা’-র সেরা কাস্ট হবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বর্তমানে নিজের ওটিটি ডেবিউ ‘জানে জান’-এর সাফল্যের স্বাদ উপভোগ করছেন করিনা কাপুর খান। তাঁর পাশাপাশি মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে জয়দীপ অহলাওয়াত এবং বিজয় বর্মাকেও। সেই সঙ্গে ‘দ্য বাকিংহাম মার্ডারস’ ছবির হাত ধরে প্রথম বারের জন্য প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করলেন করিনা। শুধু তা-ই নয়, হনসল মেহতা পরিচালিত এই ক্রাইম-থ্রিলার ফিল্মে অভিনয়ও করেছেন তিনি। এছাড়াও ‘দ্য ক্রু’ এবং ‘সিংহম এগেইন’ ছবির কাজও রয়েছে অভিনেত্রীর হাতে। অন্য দিকে আবার ‘টাইগার ৩’-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন ক্যাটরিনা। দীপাবলিতে মুক্তি পাচ্ছে এই ছবিটি। অন্য দিকে ‘জিগরা’ ছবির জন্য শ্যুটিং শুরু করতে চলেছেন রণবীর-ঘরণী।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jio World Plaza: 'জিও ওয়ার্ল্ড প্লাজা'র উদ্বোধনী অনুষ্ঠানে করিনা-ক্যাটরিনা-আলিয়া, ভাইরাল ছবিতে 'রণবীর'-কে খুঁজছেন নেটিজেনরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল