TRENDING:

Bismillah Film Trailer: প্রেমের সুরে ঋদ্ধি-শুভশ্রী, সঙ্গে সুরঙ্গনাও, সুরের জাদুতে ভাসাতে আসছেন ইন্দ্রদীপের বিসমিল্লা

Last Updated:

Bismillah| Riddhi Sen: বিসমিল্লা ছবির মুখ্য ভূমিকায় করেছেন ঋদ্ধি সেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সুরের প্রেম, প্রেমের সুর...এই ভাবেই ছবির গল্প গেথেছেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত৷ সঙ্গীত পরিচালক হিসেবে সাফল্য পাওয়ার পর, ছবি পরিচালনায় আসেন ইন্দ্রদীপ৷ প্রথম ছবি কেদারা-এ আসে জাতীয় পুরস্কার৷ এবার নিজের দ্বিতীয় ছবি বিসমিল্লা নিয়ে আসছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত৷ ছবি জুরে রয়েছে সুরের আরাধনা৷ সুরের মধ্যে দিয়েই তৈরি হয়েছে সম্পর্ক, সুরের জন্যই প্রেম এবং ঈর্ষা৷ অর্থাৎ সুরকে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প৷ মুক্তি পেয়েছে বিসমিল্লা ছবির ট্রেলার৷ সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ সুরের মাধ্যমে ধর্ম নিরপেক্ষতার কথা বলেছেন ছবি জুড়ে৷
advertisement

বাবা সানাই বাদক, আর ছেলে বাজায় বাঁশি৷ সানাই বাদকের ছেলের সামনে পাড়ার ডিজে-তে বাদ্যযন্ত্র বাজিয়ে আয়ের প্রলোভন ৷ তবে সেই টোপে পা না দিয়ে সে বাবার কাছে সানাইয়ের তালিম নেয়৷ সানাই বাজিয়ে দারুণ খ্যাতি অর্জন করে সে৷ তবে সানাই আর বাঁশির সুরে বাঁধা শিল্পীর জীবনের টানাপোড়ন চলতেই থাকে৷ সঙ্গে চলে সম্মান আর স্বীকৃতির জন্য লড়াই৷

advertisement

বিসমিল্লা ছবির মুখ্য ভূমিকায় করেছেন ঋদ্ধি সেন৷ ঋদ্ধির বাবার চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়৷ রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়,গৌরব চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, অপরাজিতা আঢ্য, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়৷ ছবিতে প্রথমবার শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধেছেন ঋদ্ধি৷ একই ভাবে খলের চরিত্রে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে৷ এই ছবির প্রযোজনায় কলাইডারস্কোপ সংস্থা। গানের দায়িত্বে শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং ও অন্যান্যরা।

advertisement

আরও পড়ুন Byomkesh Hotyamancha Trailer: 'হত্যা মঞ্চের যবনিকা পতন!' ব্যোমকেশের চমৎকার ট্রেলারে উৎসাহী দর্শক

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মুক্তি পেয়েছে ছবির ট্রেলার৷ ঋদ্ধির অভিনয় মুগ্ধ করবে দর্শকদের৷ তাঁর প্রেয়সী হিসেবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অসাধারণ৷ বিশেষভাবে নজর কেড়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী৷ ছবি মুক্তি পাবে ১৯ অগস্ট৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bismillah Film Trailer: প্রেমের সুরে ঋদ্ধি-শুভশ্রী, সঙ্গে সুরঙ্গনাও, সুরের জাদুতে ভাসাতে আসছেন ইন্দ্রদীপের বিসমিল্লা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল