Byomkesh Hotyamancha Trailer: 'হত্যা মঞ্চের যবনিকা পতন!' ব্যোমকেশের চমৎকার ট্রেলারে উৎসাহী দর্শক

Last Updated:

ব্যোমকেশকে নিয়ে বড়পর্দায় অনেক পরিচালকই পরীক্ষা নিরিক্ষা করেছেন৷ অরিন্দম শীল তাঁদের মধ্যে অন্যতম৷

#কলকাতা: আবার হাজির আবির চট্টোপাধ্যায় ব্যোমকেশ অবতারে৷ এবার সত্যান্বেষী করবেন হত্যা মঞ্চের রহস্য ফাঁস৷ ব্যোমকেশ হত্যামঞ্চের ট্রেলারে আরও একবার নজর কাড়লেন আবির৷ সঙ্গে অবশ্যই যোগ্য সঙ্গত দিলেন সোহিনী সরকার, সুহোত্র মুখোপাধ্যায়, পাওলি দাম, অনুষা বিশ্বনাথন ও আরও অনেকে৷
আরও পড়ুন Bollywood heroine| Paralysis: 'লাল দোপট্টে ওয়ালি'-র নায়িকা আক্রান্ত হন পক্ষাঘাতে, এখন কেমন দেখতে তিনি? রইল ফোটো
নাটকের মঞ্চে খুন অভিনেতা৷ কে করল খুন, খুনীর উদ্দেশ্য কী, সেই রহস্য সমাধান হবে এই ছবির গল্পে৷ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা অসমাপ্ত গল্প বিশুপাল বধের পূর্ণাঙ্গ রূপ দিয়ে তৈরি হয়েছে অরিন্দম শীলের ব্যোমকেশ হত্যামঞ্চ৷ সাহিত্য ধর্মী গোয়েন্দা ছবি তৈরিতে পরিচালক অরিন্দম শীল যথেষ্ট পটু৷ তা সে ব্যোমকেশ হোক বা শবর বা মিতিন মাসি৷ স্মার্ট মেকিং-এর উপর বরাবরই জোর দেন তিনি৷ তাই তাঁর তৈরি ছবিও হয় দারুণ ঝকঝকে৷ যা দর্শককে হলমুখো করে৷ অন্যদিকে ব্যোমকেশ হিসেবে আবিরকে গ্রহণ করেছে বাঙালি দর্শক৷ যদিও এবার ব্যোমকেশের সঙ্গী অজিতের ভূমিকায় দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়কে৷ ট্রেলারে বেশ সাবলীল লেগেছে সুহোত্রকে৷ এর আগে একটি গোয়েন্দা সিরিজের গোয়েন্দার অ্যাসিসটেন্ট হিসেবে দেখা গিয়েছিল তাঁকে৷
advertisement
ব্যোমকেশকে নিয়ে বড়পর্দায় অনেক পরিচালকই পরীক্ষা নিরিক্ষা করেছেন৷ অরিন্দম শীল তাঁদের মধ্যে অন্যতম৷ তিনি যেন টলিউডে ব্র্যান্ড ব্যোমকেশের কাণ্ডারী৷ ২০১৫-এ তিনি তৈরি করেন হর হর ব্যোমকেশ৷ বড়পর্দায় এটাই তাঁর ব্যোমকেশ নিয়ে প্রথম কাজ৷ তারপর ২০১৬ আসে ব্যোমকেশ পর্ব৷ ২০১৮এ আসে ব্যোমকেশ গোত্র৷ এবার আসছে ব্যোমকেশ হত্যামঞ্চ৷ প্রথম থেকে ব্যোমকেশ ও সত্যবতী হিসেবে আবির এবং সোহিনী সরকার থাকলেও বদলেছে অজিতের চরিত্রে অভিনয় করা অভিনেতারা৷ প্রথমে ছিলেন ঋত্বিক, তারপর রাহুল অরুণাদয় এবং এবার সুহোত্র৷
advertisement
advertisement
পরিচালক অরিন্দম শীলের সঙ্গে যৌথভাবে ছবি চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন বিক্রম ঘোষ।আগামী ১১ আগস্ট সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Byomkesh Hotyamancha Trailer: 'হত্যা মঞ্চের যবনিকা পতন!' ব্যোমকেশের চমৎকার ট্রেলারে উৎসাহী দর্শক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement