TRENDING:

Indo Dubai International Film Festival: স্বাধীন ভাবে চলচ্চিত্র নির্মাণ, সংস্কৃতি এবং সৃজনশীলতার এক দুর্ধর্ষ উদযাপন; সফল ভাবে অনুষ্ঠিত হয়ে গেল ইন্দো-দুবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল

Last Updated:

গত ২১ এবং ২২ ফেব্রুয়ারি কলকাতা নিউটাউনের নজরুল তীর্থে সফল ভাবে বহু প্রতীক্ষিত অ্যানুয়াল গালা ইভেন্ট ২০২৫-এর আয়োজন করেছিল ইন্দো-দুবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (Indo Dubai International Film Festival (IDIFF) )।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত ২১ এবং ২২ ফেব্রুয়ারি কলকাতা নিউটাউনের নজরুল তীর্থে সফল ভাবে বহু প্রতীক্ষিত অ্যানুয়াল গালা ইভেন্ট ২০২৫-এর আয়োজন করেছিল ইন্দো-দুবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (Indo Dubai International Film Festival (IDIFF) )। উপস্থিত হয়েছিলেন প্রায় ২০০ জন অতিথি। ২ দিনব্যাপী অনুষ্ঠানে ব্যাপক সাড়া মিলেছে।
Indo Dubai International Film Festival
Indo Dubai International Film Festival
advertisement

ফেস্টিভ্যাল কিউরেটর সুমিত আচার্য বলেন যে, চলতি বছর প্রায় ৫০টিরও বেশি দেশ থেকে ৬০০টিরও বেশি অসাধারণ ফিল্ম জমা পড়েছিল। ১৪৪টি এন্ট্রি সাবমিশনে সবার আগে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে ভারত, কোরিয়া, জাপান, ইতালি, স্পেন, ব্রিটেন, নরওয়ে, জার্মানি, রাশিয়া, ফ্রান্স এবং কানাডা।

advertisement

আরও পড়ুন– এক হাজারেরও বেশি ছবিতে অভিনয়! পেয়েছেন দক্ষিণী ছবির ঠাকুমার তকমাও, অভিনেত্রীকে চিনতে পারছেন?

পুরস্কার বিজয়ী ছবি এবং স্পেশ্যাল স্ক্রিনিং:

মাননীয় জ্যুরি সদস্যরা মোট ১৮টি ব্যতিক্রমী ছবি বাছাই করেছিলেন এবং সেগুলিকেই উৎসবে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার-বিজয়ী ছবিগুলির স্পেশ্যাল স্ক্রিনিংয়ের সাক্ষী থাকার জন্য উপস্থিত ছিলেন চিত্রনির্মাতারা। এর পাশাপাশি অনুষ্ঠানকে আলোকিত করেছিলেন দুবাইয়ের বিশেষ অতিথি রাজ এম রাও এবং সোলেন অ্যাঙ্গলারেট এবং বাংলাদেশের বিশেষ অতিথি তমান্না সুলতানা। এই উৎসবে নিজেদের অতুল্য কাজ তুলে ধরেছেন ভারতের বিভিন্ন অঞ্চলের স্বাধীন চিত্রনির্মাতারা। ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিখ্যাত অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। তাঁর শর্ট ফিল্ম ‘এবং ছাদ’ জিতেছে পিপলস চয়েজ অ্যাওয়ার্ড।

advertisement

শ্রদ্ধাঞ্জলি এবং উদযাপনের দিন:

সাম্প্রতিক সময়ে ইন্ডাস্ট্রির যেসব শিল্পী প্রয়াত হয়েছেন, তাঁদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। কিংবদন্তি চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষকে নিয়ে একটি বিশেষ টক শোয়েরও আয়োজন করা হয়েছিল। সেই শোয়ের শ্রদ্ধেয় প্যানেলিস্টরা ছিলেন সুদেষ্ণা রায় (সিনিয়র অভিনেত্রী এবং চিত্র পরিচালক), অর্ঘ্যকমল মিত্র (বর্ষীয়ান ফিল্ম এডিটর), অভিজিৎ গুহ (সিনিয়র অভিনেতা এবং চিত্র পরিচালক, তিনি অবশ্য আইডিআইএফএফ-এর ফেস্টিভ্যাল ডিরেক্টর)।

advertisement

আরও পড়ুন– এই ছবিটি রীতিমতো গেঁথে গিয়েছিল অনুরাগ কাশ্যপের মনে, রেটিংও দুর্দান্ত! মুক্তির ৮ মাস পর আসতে চলেছে হিন্দিতেও

এই টক শোয়ে ঋতুপর্ণ ঘোষের জীবন এবং কাজের ধারা সম্পর্কে দর্শকদের গভীর উপলব্ধির বিষয়ে আলোচনা করা হয়েছে। যা অন্য চিত্র পরিচালক এবং সিনে-প্রেমীদের অনুপ্রেরণা দিয়ে গিয়েছে। এই টক শোয়ের সঞ্চালনা করেছেন ফেস্টিভ্যাল কনভেনর রুথলিন সাহা। এরপর শুরু হয় গ্র্যান্ড অ্যাওয়ার্ড ডিসট্রিবিউশন সেরিমনি। দুবাইয়ের চিত্রনির্মাতা রাজ এম রাও পেয়েছেন স্পেশ্যাল জ্যুরি অ্যাওয়ার্ড।

advertisement

ইন্দো-দুবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের কিউরেটর সুমিত আচার্য বলেন যে, “সিনেমা হল শিল্প এবং শিল্পের মাধ্যমে এর জাদু উদযাপন করার ভাল উপায় আর কী-ই বা হতে পারে! আমাদের প্রথম দায়িত্ব হল – প্রতিভাকে চিহ্নিত করা এবং বিশ্বব্যাপী কাজ ছড়িয়ে দেওয়া বিশেষজ্ঞদের সেরাটাকে সম্মানিত করা। আর এই ফিল্ম ফেস্টিভ্যাল সত্যিকারের সাফল্য পেয়েছে।”

আরও পড়ুন– এই থ্রিলার ছবিটি রাজত্ব করেছে ইন্ডাস্ট্রিতে, ঝুলিতে এসেছে ৩৫টি পুরস্কার, সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউবে উপভোগ করতে পারবেন দর্শকরা… হাতছাড়া করবেন না এই সুযোগ

উদযাপনের অংশ হিসেবে স্পেশ্যাল কেক কাটিং সেরিমনিরও আয়োজন করেছিল 7th Heaven Kolkata বেকারি। 7th Heaven Kolkata-র মালিক ঋষভ সাধুখাঁ বলেন, “7th Heaven Kolkata-য় আমরা এমন কিছু তৈরি করতে চেয়েছিলাম, যা শুধু রসনাতৃপ্তিই করবে না, সেই সঙ্গে চিত্রনির্মাতাদের সৃজনশীলতাকেও সম্মানিত করবে। এই ফিল্ম ফেস্টিভ্যালের জন্য আমরা যে কেকটা বানিয়েছি, সেটা গল্প বলার সফরকে তুলে ধরে, ঠিক যেভাবে প্রতিটা ছবিই করে।”

সঙ্গীত এবং বিশেষ উপস্থিতি:

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাখা হয়েছিল এক বিশেষ মিউজিক্যাল সেগমেন্টে। সেখানে নিজের সাম্প্রতিক ছবি ‘হামসাজ – দ্য মিউজিক্যাল’-এর প্রচারের জন্য পরিচালক সৌম্যজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে উপস্থিত হয়েছিলেন গায়িকা অন্বেষা দত্ত গুপ্ত। নিজের ছবির দুর্ধর্ষ গানে সকলকে মুগ্ধ করলেন অন্বেষা।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Indo Dubai International Film Festival: স্বাধীন ভাবে চলচ্চিত্র নির্মাণ, সংস্কৃতি এবং সৃজনশীলতার এক দুর্ধর্ষ উদযাপন; সফল ভাবে অনুষ্ঠিত হয়ে গেল ইন্দো-দুবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল