এই ছবিটি রীতিমতো গেঁথে গিয়েছিল অনুরাগ কাশ্যপের মনে, রেটিংও দুর্দান্ত! মুক্তির ৮ মাস পর আসতে চলেছে হিন্দিতেও

Last Updated:
পরিচালক সইজু শ্রীধরনের ঝুলিতে রয়েছে ‘মাহেশিন্তে প্রথিকরম’ এবং ‘কুম্বালাঙ্গি নাইটস’-এর মতো সফল ছবি। অনুরাগ বলেন যে, মালয়ালম সিনে জগতের তরুণ পরিচালকরা নতুন স্টাইল এবং নতুন কৌশলে গল্প বলছেন।
1/5
মালয়ালম থ্রিলার ধারার ছবি ‘ফুটেজ’-এর হিন্দি সংস্করণ দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এক দারুণ উদ্যোগ গ্রহণ করতে চলেছেন চিত্রপরিচালক অনুরাগ কাশ্যপ। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল মঞ্জু ওয়ারিয়ারকে। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টের মাধ্যমে এই খবর ভাগ করে নিয়েছেন পরিচালক। অনুরাগ কাশ্যপের বক্তব্য, “আমি ‘ফুটেজ’-এর মালয়ালম সংস্করণটি দেখেছি। আর এটা আমার মনে গেঁথে গিয়েছিল। গত বছর ছবিটি মুক্তি পেয়েছিল কেরলে। তা ভক্তদের প্রচুর প্রশংসা কুড়িয়ে নিয়েছিল। বর্তমানে দেশের সমস্ত প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। এটি পরিচালনা করেছিলেন সইজু শ্রীধরন।”
মালয়ালম থ্রিলার ধারার ছবি ‘ফুটেজ’-এর হিন্দি সংস্করণ দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এক দারুণ উদ্যোগ গ্রহণ করতে চলেছেন চিত্রপরিচালক অনুরাগ কাশ্যপ। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল মঞ্জু ওয়ারিয়ারকে। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টের মাধ্যমে এই খবর ভাগ করে নিয়েছেন পরিচালক। অনুরাগ কাশ্যপের বক্তব্য, “আমি ‘ফুটেজ’-এর মালয়ালম সংস্করণটি দেখেছি। আর এটা আমার মনে গেঁথে গিয়েছিল। গত বছর ছবিটি মুক্তি পেয়েছিল কেরলে। তা ভক্তদের প্রচুর প্রশংসা কুড়িয়ে নিয়েছিল। বর্তমানে দেশের সমস্ত প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। এটি পরিচালনা করেছিলেন সইজু শ্রীধরন।”
advertisement
2/5
পরিচালক সইজু শ্রীধরনের ঝুলিতে রয়েছে ‘মাহেশিন্তে প্রথিকরম’ এবং ‘কুম্বালাঙ্গি নাইটস’-এর মতো সফল ছবি। অনুরাগ বলেন যে, মালয়ালম সিনে জগতের তরুণ পরিচালকরা নতুন স্টাইল এবং নতুন কৌশলে গল্প বলছেন। এটা দেখে ভীষণই ভাল লাগে। তাঁরা স্টিরিওটাইপ ভাঙছেন, এমনকী নতুন নতুন বিষয়বস্তু নিয়ে কাজ করার চেষ্টা করছেন।
পরিচালক সইজু শ্রীধরনের ঝুলিতে রয়েছে ‘মাহেশিন্তে প্রথিকরম’ এবং ‘কুম্বালাঙ্গি নাইটস’-এর মতো সফল ছবি। অনুরাগ বলেন যে, মালয়ালম সিনে জগতের তরুণ পরিচালকরা নতুন স্টাইল এবং নতুন কৌশলে গল্প বলছেন। এটা দেখে ভীষণই ভাল লাগে। তাঁরা স্টিরিওটাইপ ভাঙছেন, এমনকী নতুন নতুন বিষয়বস্তু নিয়ে কাজ করার চেষ্টা করছেন।
advertisement
3/5
মঞ্জু ওয়ারিয়ারের পাশাপাশি বিশাখ নায়ার এবং গায়েত্রী অশোককে এই ছবিতে দেখা গিয়েছিল। এক ইউটিউব ভ্লগিং যুগলকে ঘিরে আবর্তিত হয়েছে ছবির গল্প। আসলে কোভিড অতিমারীতে লকডাউনের সময় তাঁরা নিজেদের এক গৃহ সহায়িকাকে সন্ধান করছেন। তাঁদের সেই অনুসন্ধান সম্পূর্ণ অন্য এক দিকে নিয়ে গিয়েছিল এবং শুরু হয় তাঁদের জীবনের এক অনন্য যাত্রা।
মঞ্জু ওয়ারিয়ারের পাশাপাশি বিশাখ নায়ার এবং গায়েত্রী অশোককে এই ছবিতে দেখা গিয়েছিল। এক ইউটিউব ভ্লগিং যুগলকে ঘিরে আবর্তিত হয়েছে ছবির গল্প। আসলে কোভিড অতিমারীতে লকডাউনের সময় তাঁরা নিজেদের এক গৃহ সহায়িকাকে সন্ধান করছেন। তাঁদের সেই অনুসন্ধান সম্পূর্ণ অন্য এক দিকে নিয়ে গিয়েছিল এবং শুরু হয় তাঁদের জীবনের এক অনন্য যাত্রা।
advertisement
4/5
ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে ছবির গোটা গল্প: মঞ্জু ওয়ারিয়ার বলেন যে, “ফাউন্ড-ফুটেজ ফরম্যাট এই ছবিটিকে আরও বিশেষ করে তুলেছিল।” চরিত্রগুলির ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে গোটা গল্পটি বলা হয়েছে। যা দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে এসেছে। সিনেপলিসের সঙ্গে পার্টনারশিপ করে ফ্লিপ ফিল্মস এই ছবির হিন্দি ভার্সন আনতে চলেছে। অনুরাগ কাশ্যপ সম্প্রতি ‘টাইগার্স পন্ড’ ছবির সঙ্গে যুক্ত হয়েছে। চলতি বছর এটাই প্রথম কন্নড় ছবি হতে চলেছে, যার স্ক্রিনিং হতে চলেছে বার্লিনেল ফিল্ম ফেস্টিভ্যালে।
ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে ছবির গোটা গল্প: মঞ্জু ওয়ারিয়ার বলেন যে, “ফাউন্ড-ফুটেজ ফরম্যাট এই ছবিটিকে আরও বিশেষ করে তুলেছিল।” চরিত্রগুলির ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে গোটা গল্পটি বলা হয়েছে। যা দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে এসেছে। সিনেপলিসের সঙ্গে পার্টনারশিপ করে ফ্লিপ ফিল্মস এই ছবির হিন্দি ভার্সন আনতে চলেছে। অনুরাগ কাশ্যপ সম্প্রতি ‘টাইগার্স পন্ড’ ছবির সঙ্গে যুক্ত হয়েছে। চলতি বছর এটাই প্রথম কন্নড় ছবি হতে চলেছে, যার স্ক্রিনিং হতে চলেছে বার্লিনেল ফিল্ম ফেস্টিভ্যালে।
advertisement
5/5
৭ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ফুটেজ’: পরিচালক সইজু শ্রীধরন বলেন যে, আমরা খুবই খুশি যে, “হিন্দি দর্শকদের কাছে আমাদের ছবিটিকে পৌঁছে দিতে সাহায্য করছেন অনুরাগ কাশ্যপ এবং সিনেপলিস।” গায়েত্রী অশোক বলেন যে, “অনুরাগ কাশ্যপের সহায়তায় এই ছবিটি সবথেকে নান্দনিক ভাবে সুন্দর হয়ে উঠেছে।” বিশাখ নায়ার আবার বলেন, এটা গোটা টিমের কঠোর পরিশ্রমের ফলাফল। প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ৭ মার্চ।
৭ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ফুটেজ’: পরিচালক সইজু শ্রীধরন বলেন যে, আমরা খুবই খুশি যে, “হিন্দি দর্শকদের কাছে আমাদের ছবিটিকে পৌঁছে দিতে সাহায্য করছেন অনুরাগ কাশ্যপ এবং সিনেপলিস।” গায়েত্রী অশোক বলেন যে, “অনুরাগ কাশ্যপের সহায়তায় এই ছবিটি সবথেকে নান্দনিক ভাবে সুন্দর হয়ে উঠেছে।” বিশাখ নায়ার আবার বলেন, এটা গোটা টিমের কঠোর পরিশ্রমের ফলাফল। প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ৭ মার্চ।
advertisement
advertisement
advertisement