TRENDING:

ইমনকে মাথায় রেখেই গানটা তৈরি করেছিলাম : দেবজ্যোতি মিশ্র

Last Updated:

দেবজ্যোতি মিশ্র আর ইমন চক্রবর্তী ৷ যুগলের সৃষ্টিই এখন কাঁপিয়ে দিচ্ছে নেট দুনিয়া ৷ ইউটিউবে তাঁদের গান এখন ট্রেন্ডিংয়ে ৷ শহরে ইতিউতি আলোচনাও হচ্ছে ৷ সবকিছুর কেন্দ্রবিন্দুতে অবশ্য ‘উড়নচণ্ডী’ ৷ সৌজন্যে অবশ্য এক ঝাঁক নতুন নাম ৷ নতুন পরিচালক, নতুন তারকা...সবেতেই নতুনত্বের ‘উড়নচণ্ডী’ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দেবজ্যোতি মিশ্র আর ইমন চক্রবর্তী ৷ যুগলের সৃষ্টিই এখন কাঁপিয়ে দিচ্ছে নেট দুনিয়া ৷ ইউটিউবে তাঁদের গান এখন ট্রেন্ডিংয়ে ৷ শহরের ইতিউতি আলোচনাও হচ্ছে ৷ সবকিছুর কেন্দ্রবিন্দুতে অবশ্য ‘উড়নচণ্ডী’ ৷ সৌজন্যে এক ঝাঁক নতুন নাম ৷ নতুন পরিচালক, নতুন তারকা...সবেতেই নতুনত্বের ‘উড়নচণ্ডী’ ৷
advertisement

সদ্যই শহরে এল ‘উড়নচণ্ডী’-র নতুন গান ৷ ইমনের গলায় আর দেবজ্যোতির সুরে ‘ছুটছে জীবন উড়নচণ্ডী’ ৷ আর নামের সঙ্গে তাল মিলিয়ে ভালই দৌড়াচ্ছে ইমন-দেবজ্যোতির এই জুটি ৷ থমকানোর কোনও নামও নিচ্ছে না ৷

হঠাৎ এমন একটা অফবিট গান ? সকলেই বলছেন ‘বেশ অন্যরকম ৷’ গল্পটা কী ? দেবজ্যোতিকে জিজ্ঞাসা করতেই অকপট উত্তর, ‘গানের ইন্সপিরেশন পেয়েছিলাম ইমনের কথা মাথায় রেখেই ৷ পাশাপাশি ছিল  অভিষেকের গল্পও ৷ মেয়েদের স্বাধীনভাবে বাঁচার গল্পটাই বলতে চেয়েছে ও৷ আর লড়াইয়ের ছায়াটাই পড়েছে গানে ৷’

advertisement

কিন্তু হঠাৎ ইমনই কেন ? মিশ্রবাবু বলছেন, ‘‘গানটা তৈরির ক্ষেত্রে ইমনের কথাই সবার আগে মাথায় এসেছিল ৷ তার কারণ ইমনের জীবন দর্শন ৷ যেভাবে ও স্বাধীনভাবে বাঁচে, তেমন একটা কন্ঠের প্রয়োজন ছিল ৷ ওকে ভেবেই কম্পোজিশনটা করে ফেললাম ৷’

advertisement

ইমনের গলাতেও ঝরে পড়ল একরাশ ‘উড়নচণ্ডী’ ভাললাগা ৷ ‘‘দেবুদা যখন আমায় এই গানের অফার দেয়, তখনই রাজি হয়ে গিয়েছিলাম ৷ ইদানিং আমার কাছে একটু অন্যরকম গানের অফার আসছে ৷ আর দেবুদা যেরকম গান তৈরি করছে সেইরকম গান গাইতেই বেশি স্বচ্ছন্দ্য আমি ৷’

এই গানের কথা লিখেছেন শ্রীজাত ৷ বাকি গানঘরের দায়িত্ব সামলেছেন দেবজ্যোতি মিশ্র ৷ এই নিয়ে ‘উড়নচণ্ডী’-র তৃতীয় গান এল বাজারে ৷ আগের গুলোও নজর কেড়েছে শ্রোতাদের ৷ তবে বেশিরভাগেরই মত, ‘মিঠি মিঠি’ আর ‘সাইয়ো রে’-র থেকেও বেশি ভাল হয়েছে ‘ছুটছে জীবন....৷’

advertisement

তবে আসল রিপোর্ট কার্ড তো দেবে দর্শক ৷ ৩ অগস্ট মুক্ত পেতে চলেছে ‘উড়নচণ্ডী’ ৷ এই ছবির মূল ইউএসপি রয়েছে আরও অনেক ৷ নতুন পরিচালক অভিষেক সাহার প্রথম ছবি ৷ তাও আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় ৷ এখানেই শেষ নয় ৷ এই ছবিতেই মুখ্য চরিত্রে রয়েছেন দুই হেভি ওয়েট নবাগত-নবাগতা ৷ একজন চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য রায়, অন্য জন্য ইন্দ্রানী দত্তের মেয়ে রাজনন্দিনী পাল ৷ ছবিতে দুই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী আর চিত্রা সেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তথ্য: অমৃত হালদার

বাংলা খবর/ খবর/বিনোদন/
ইমনকে মাথায় রেখেই গানটা তৈরি করেছিলাম : দেবজ্যোতি মিশ্র