বলা ভাল, পরিস্থিতি স্বাভাবিক হতেই আবার চুটিয়ে স্টেজ শো করতে শুরু করেছে ইমন অ্যান্ড ট্রুপ। পাঁচ বছর আগে শুরু হয়েছিল ইমনের উদ্যোগে তৈরি প্রথম 'বসন্ত উৎসব'। ইমন সঙ্গীত অ্যাকাডেমি ও ইমন চক্রবর্তী প্রোডাকশন আয়োজিত এই ইভেন্ট ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। এই বছরও অন্যান্য বারের মতোই ২৭ ফেব্রুয়ারি লিলুয়া মীরপাড়া পার্ক ময়দানে আয়োজিত হতে চলেছে এই অনুষ্ঠান।
advertisement
হাজার ব্যস্ততা থাকলেও এই ইভেন্ট যে ইমনের খুব কাছের তা জানালেন ইমন। গায়িকা বলছেন, "সত্যি আজ দেখতে দেখতে কতগুলো বছর পেরিয়ে এলাম। প্রতি বছরের মতো এই বছরও আমরা দারুন একটা ইভেন্ট আমাদের শ্রোতাদের উপহার দিতে চলেছি। এই বছরও আমরা আমাদের এই ইভেন্টে বাংলার জনপ্রিয় শিল্পীদের পেয়ে যাচ্ছি। মানুষের ভালোবাসাই প্রতিবছর আমাদের এগিয়ে নিয়ে যায়।"
এবছর অনুষ্ঠানে থাকছেন বিক্রম ঘোষ, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, অনীক ধর, উজ্জয়িনী, পটা, সিধু,মনোজ মুরলী নায়ার, গৌতম দাস বাউল এবং আরও অনেকেই। এ আার রহমানেকেও বিশেষ ট্রিবিউট দেওয়া হবে এবারের বসন্ত উৎসবে।
Sreeparna Dasgupta