রোজকার মতোই বৃহস্পতিবার রাতে বাড়ির কাছে একটি মাঠ থেকে ব্যাডমিন্টন খেলে ফিরছিলেন ইমন। সঙ্গে ছিলেন গায়িকার স্বামী নীলাঞ্জন ঘোষ এবং তাঁর বন্ধুরা। ফেরার পথে একটি দোকান থেকে ফল কিনছিলেন গায়িকা। আর তখনই এক অচেনা ব্যক্তি ইমনকে দেখে অশালীন মন্তব্য করতে শুরু করেন। শুধু তাই নয়। গায়িকা বিষয়টির প্রতিবাদ করার পরেও তিনি থেমে যাননি। এক নাগারে নানা রকমের কুমন্তব্য করে যান সেই ব্যক্তি।
advertisement
এর পরেই রিজেন্ট পার্ক থানায় ফোন করে এই ঘটনাটির কথা জানান ইমন। তিনি অভিযোগ করার কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। রঞ্জন মজুমদার ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: 'পাতে না দেওয়ার মতো...', শিল্পী হিসেবে খুশি নন! কারণ জানিয়ে বিস্ফোরক ইমন
আরও পড়ুন: দোলের আগেই রাঙিয়ে দিল ইমনের বসন্ত উৎসব, মঞ্চে চাঁদের হাট, এলেন কারা? দেখে নিন ছবি
পুরো বিষয়টি নিয়ে এখনও আতঙ্কে ইমন। লাইভে এসে গায়িকা নিজেই জানিয়েছেন সে কথা।তাঁর কথায়, "আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে। তাই আমি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছি। আমি ওই লোকটিকে জেলে পাঠিয়েছি। ওর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি। পরবর্তীতে যদি আমার সঙ্গে এ রকম কোনও ঘটনা হয়, আমি আবার একই কাজ করব।"
এ ধরনের কোনও তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হলে, তার বিরুদ্ধে প্রতিবাদ করার বার্তা দিয়েছেন ইমন। গায়িকা জানান, পুরো ঘটনাটি তিনি ফোন রেকর্ড করেছেন। প্রয়োজনে তা তিনি নেটমাধ্যমেও পোস্ট করবেন।