অনুরাগীদের উদ্দেশ্যে ইলিয়ানা লিখেছেন, ‘আমাদের ছেলেকে এই পৃথিবীতে আনতে পেরে কতটা খুশি তা শব্দে প্রকাশ করতে পারব না। আমাদের মন খুশিতে ভরে গিয়েছে।’ সকলেই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন ইলিয়াানাকে। বাদ যাননি তাঁর সহকর্মীরাও। অভিনেত্রীক শুভেচ্ছা জানিয়েছেন হুমা কুরেশি এবং নারগিস ফাকরি। ইলিয়ানার পোস্টে সোফি চৌধুরীর মন্তব্য, ‘অনেক শুভেচ্ছা। ঈশ্বর একরত্তির মঙ্গল করুন।’
advertisement
আরও পড়ুন: কোটি কোটি টাকা প্রতারণা! দোষ প্রমাণের আগে কেন দাগিয়ে দেওয়া হচ্ছে? প্রশ্ন তুললেন যশ
আরও পড়ুুন: বাবা হয়ে কোনও দায়িত্বই পালন করল না রাজ! স্বামীকে নিয়ে আক্ষেপের শেষ নেই পরীমণির
এপ্রিলে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন ইলিয়ানা। তাঁর সন্তানের পিতৃপরিচয় নিয়ে ধোঁয়াশা ছিল শুরু থেকেই। দিন কয়েক আগে হঠাৎই ‘ডেট নাইট’-এর ছবি দিয়েছিলেন নায়িকা। সঙ্গী এক বিদেশি। তবে কি এই পুরুষই তাঁর সন্তানের বাবা? ইলিয়ানা সে বিষয়ে স্পষ্ট করে না বললেও ইঙ্গিত পেয়েছিলেন অনুরাগীরা। তবে অন্তঃসত্ত্বা থাকাকালীন যে অভিনেত্রীর সঙ্গী তাঁর যত্নে কোনও ত্রুটি রাখেননি, সে কথাও জানিয়েছিলেন ইলিয়ানা।
আপাতত জীবনের নতুন অধ্যায় শুরু হল ইলিয়ানার। একরত্তিকে ঘিরেই আবর্তিত তাঁর জীবন। পাশাপাশি কাজও চালিয়ে যাবেন অভিনেত্রী। রণদীপ হুডার সঙ্গে ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’-তে দেখা যাবে তাঁকে।