Porimoni-Sariful Razz: বাবা হয়ে কোনও দায়িত্বই পালন করল না রাজ! স্বামীকে নিয়ে আক্ষেপের শেষ নেই পরীমণির
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Porimoni-Sariful Razz: স্বামী শরিফুল রাজের সঙ্গে একটু একটু করে আগামী গল্প বুনছিলেন পরীমণি। কিন্তু সে সবই বৃথা। বিয়ের এক বছরের মধ্যেই ছাদ আলাদা হল দু'জনের। মা-বাবার সান্নিধ্য পেল না তাঁদের ছেলে রাজ্য।
advertisement
advertisement
advertisement
রাজ আপাতত দেশে নেই। পরীমণির দাবি, ছেলের জন্মদিনের পরিকল্পনাতেও অংশ নেননি অভিনেতা। অভিনেত্রীর কথায়, "অনুষ্ঠানের আর এক সপ্তাহ বাকি। অথচ বাবা হিসাবে রাজ কোনও দায়িত্বই পালন করল না। বিষয়টি দুঃখজনক। রাজ্য বড় হয়ে যখন জানতে পারবে, তার প্রথম জন্মদিনে বাবা পাশে ছিলেন না, রাজ্যর জন্য এটি কষ্টের হবে, দুঃখের হবে।"
advertisement