Porimoni-Sariful Razz: বাবা হয়ে কোনও দায়িত্বই পালন করল না রাজ! স্বামীকে নিয়ে আক্ষেপের শেষ নেই পরীমণির

Last Updated:
Porimoni-Sariful Razz: স্বামী শরিফুল রাজের সঙ্গে একটু একটু করে আগামী গল্প বুনছিলেন পরীমণি। কিন্তু সে সবই বৃথা। বিয়ের এক বছরের মধ্যেই ছাদ আলাদা হল দু'জনের। মা-বাবার সান্নিধ্য পেল না তাঁদের ছেলে রাজ্য।
1/5
জীবন নিয়ে অনেক স্বপ্ন ছিল তাঁর। স্বামী শরিফুল রাজের সঙ্গে একটু একটু করে আগামী গল্প বুনছিলেন পরীমণি। কিন্তু সে সবই বৃথা। বিয়ের এক বছরের মধ্যেই ছাদ আলাদা হল দু'জনের। মা-বাবার সান্নিধ্য পেল না তাঁদের ছেলে রাজ্য।
জীবন নিয়ে অনেক স্বপ্ন ছিল তাঁর। স্বামী শরিফুল রাজের সঙ্গে একটু একটু করে আগামী গল্প বুনছিলেন পরীমণি। কিন্তু সে সবই বৃথা। বিয়ের এক বছরের মধ্যেই ছাদ আলাদা হল দু'জনের। মা-বাবার সান্নিধ্য পেল না তাঁদের ছেলে রাজ্য।
advertisement
2/5
আর কয়েক দিনের অপেক্ষা। ১০ অগাস্ট রাজ এবং পরীমণির ছেলে রাজ্যের প্রথম জন্মদিন। আপাতত তাঁরই আয়োজনে ব্যস্ত অভিনেত্রী। আত্মীয়স্বজন এবং কয়েকজন শুভাকাঙ্ক্ষীকে নিয়েই বিশেষ দিন পালন করবেন তিনি।
আর কয়েক দিনের অপেক্ষা। ১০ অগাস্ট রাজ এবং পরীমণির ছেলে রাজ্যের প্রথম জন্মদিন। আপাতত তাঁরই আয়োজনে ব্যস্ত অভিনেত্রী। আত্মীয়স্বজন এবং কয়েকজন শুভাকাঙ্ক্ষীকে নিয়েই বিশেষ দিন পালন করবেন তিনি।
advertisement
3/5
বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যমকে পরীমণি জানান, রাজের কোনও খবর তিনি পাচ্ছেন না। ছেলের জন্মদিন নিয়ে তাঁদের প্রচুর পরিকল্পনা থাকলেও বিশেষ দিনের আগেই অভিনেতাকে পাওয়া গেল না।
বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যমকে পরীমণি জানান, রাজের কোনও খবর তিনি পাচ্ছেন না। ছেলের জন্মদিন নিয়ে তাঁদের প্রচুর পরিকল্পনা থাকলেও বিশেষ দিনের আগেই অভিনেতাকে পাওয়া গেল না।
advertisement
4/5
রাজ আপাতত দেশে নেই। পরীমণির দাবি, ছেলের জন্মদিনের পরিকল্পনাতেও অংশ নেননি অভিনেতা। অভিনেত্রীর কথায়, "অনুষ্ঠানের আর এক সপ্তাহ বাকি। অথচ বাবা হিসাবে রাজ কোনও দায়িত্বই পালন করল না। বিষয়টি দুঃখজনক। রাজ্য বড় হয়ে যখন জানতে পারবে, তার প্রথম জন্মদিনে বাবা পাশে ছিলেন না, রাজ্যর জন্য এটি কষ্টের হবে, দুঃখের হবে।"
রাজ আপাতত দেশে নেই। পরীমণির দাবি, ছেলের জন্মদিনের পরিকল্পনাতেও অংশ নেননি অভিনেতা। অভিনেত্রীর কথায়, "অনুষ্ঠানের আর এক সপ্তাহ বাকি। অথচ বাবা হিসাবে রাজ কোনও দায়িত্বই পালন করল না। বিষয়টি দুঃখজনক। রাজ্য বড় হয়ে যখন জানতে পারবে, তার প্রথম জন্মদিনে বাবা পাশে ছিলেন না, রাজ্যর জন্য এটি কষ্টের হবে, দুঃখের হবে।"
advertisement
5/5
পরীমণি জানান, রাজের সঙ্গে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেন তিনি। কিন্তু স্বামীর থেকে নাকি কোনও সারাই পাননি অভিনেত্রী। পরীর গলায় আক্ষেপের সুর, "ছেলের জন্মদিনের আয়োজনের জন্য বাবা হিসেবে একটাবার ফোন করে পরামর্শ দিতে পারত, করল না। আর এখন আমি চাই না, রাজ আমার ছেলের জন্মদিনে আসুক।"
পরীমণি জানান, রাজের সঙ্গে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেন তিনি। কিন্তু স্বামীর থেকে নাকি কোনও সারাই পাননি অভিনেত্রী। পরীর গলায় আক্ষেপের সুর, "ছেলের জন্মদিনের আয়োজনের জন্য বাবা হিসেবে একটাবার ফোন করে পরামর্শ দিতে পারত, করল না। আর এখন আমি চাই না, রাজ আমার ছেলের জন্মদিনে আসুক।"
advertisement
advertisement
advertisement