TRENDING:

Ileana D Cruz: ছেলের জন্মের পর থেকেই এই মারাত্মক রোগের শিকার অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ!

Last Updated:

Ileana D Cruz: ছেলের জন্মের পর থেকেই মন খারাপ ইলিয়ানার। তবে এই মন খারাপ খুবই মারাত্মক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত বছর নিজের সন্তান জন্মের খবর দিয়ে চমকে দিয়েছিলেন অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। দীর্ঘদিন তিনি স্ক্রিনে নেই, তাঁর কোনও খবরও নেই শিরোনামে। কেন? কেমন আছেন তিনি? সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজেই সমস্ত ঘটনা জানিয়েছেন ইলিয়ানা। এককথায় ভাল নেই ইলিয়ানা। ছেলের জন্মের পর থেকে এক মারাত্মক রোগের শিকার জনপ্রিয় নায়িকা।
ইলিয়ানা ও তাঁর ছেলে
ইলিয়ানা ও তাঁর ছেলে
advertisement

ছেলের জন্মের পর থেকেই মন খারাপ ইলিয়ানার। তবে এই মন খারাপ খুবই মারাত্মক। এই মন খারাপ হওয়ার মূল কারণ হল প্রসবোত্তর অবসাদ যাকে ইংরেজিতে পোস্টপার্টাম ডিপ্রেসন বলা হয়ে থাকে। ইলিয়ানা জানিয়েছেন, মা হওয়ার পর শুধু শরীর নয়, মনেও একটা পরিবর্তন আসে। মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েন অনেকে। এখন এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। ছেলের দেখাশোনা করলেও মাঝে মাঝে অপরাধবোধে ভোগেন তিনি।

advertisement

আরও পড়ুন: বিয়ের পর দু থেকে তিন দিনের মধ্যেই এই গ্রাম থেকে পালিয়ে যান বেশির ভাগ নববধূ! কারণ শুনলে চমকে উঠবেন

ইলিয়ানার মনে হয়, ছেলের যত্নে কোথাও যেন ত্রুটি থেকে যাচ্ছে। সেই সময় প্রচণ্ড ভেঙে পড়েন তিনি। ছেলের জন্য আর কী কী করলে খানিকটা স্বস্তি পাবেন সেটাই চলতে থাকে মনে। নায়িকার কথায়, ‘এক দিন ছেলে অন্য ঘরে ঘুমোচ্ছিল। আমি পাশের ঘরে ছিলাম। হঠাৎই আমার ছেলের জন্য প্রচণ্ড মনকেমন করতে লাগল। গলার কাছে কান্না দলা পাকিয়ে উঠছিল। মনে হচ্ছিল কত দিন যেন ছেলেকে দেখিনি। দৌড়ে গিয়ে ওকে দেখার পর শান্তি পেয়েছিলাম।’ তবে এমন মানসিক রোগের শিকার হওয়ার পর থেকে ইলিয়ানার সঙ্গী মাইকেল সর্বদাই তাঁর পাশে রয়েছেন বলে জানান নায়িকা।

advertisement

আরও পড়ুন: ভোটে গরম বাংলাদেশ, পরিস্থিতি বুঝেই বড় সিদ্ধান্ত ভারতের! বন্ধ থাকবে বর্ডারের এই কাজও

প্রসবোত্তর অবসাদ কী? সন্তান জন্মানোর পর মহিলাদের মধ্যে এটা দেখা যায়। এই সময় তার মনে, শরীরে নানান পরিবর্তন আগে। হরমোনের ভারসাম্য থাকে না, যার ফলে তাঁদের নানান মানসিক সমস্যার মধ্যে পড়তে হয়, অনেক উদ্ভট চিন্তা আসে। এটাকেই বলা হয় প্রসবোত্তর অবসাদ। এটা হলে কী কী হয়? এই অবসাদ হলে, মেজাজের পরিবর্তন হয় আচমকাই, হঠাৎ কষ্ট পাওয়া, রাগ হওয়া, কারও সঙ্গে কথা বলতে না চাওয়া, বিরক্তি, কান্না পাওয়া, একা থাকতে চাওয়া, অনেক সময় নিজের সন্তানকেই সহ্য করতে না পারা – এইসব লক্ষণ দেখা যায় প্রসবোত্তর অবসাদ হলে। ৭০ শতাংশ মহিলার মধ্যে এই সমস্যা দেখা দেয়। আর এগুলো এক থেকে দুই মাস পর্যন্ত থাকতে পারে। পরিবার ও প্রয়োজনে কাউন্সিলরের পরামর্শ নিতে হবে এমন সমস্যা হলে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ileana D Cruz: ছেলের জন্মের পর থেকেই এই মারাত্মক রোগের শিকার অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল