TRENDING:

Ileana D Cruz: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা! ইলিয়ানার গর্ভে কি রয়েছে ক্যাটরিনার ভাই-এর সন্তান, করণের কথাই কি তবে সত্যি হল

Last Updated:

Ileana D Cruz: তবে কি ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ান-ই ইলিয়ানার সন্তানের বাবা? এমনটাই শোনা যাচ্ছে কানাঘুষোতে৷ তবে প্রকাশ্যে সন্তানের বাবার নাম এখনই আনতে চাইছেন না অভিনেত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: সকাল সকাল সমস্ত ভক্তদের সুখবর দিয়ে চমকে দিয়েছেন বলি অভিনেত্রী ইলিয়ান ডি ক্রুজ ৷ মা হতে চলেছেন বরফি অভিনেত্রী৷ আপাতত সেই খবর নিয়েই উন্মাদনা তুঙ্গে বলিপাড়ায়৷ নিজের ইনস্টাগ্রামে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর শেয়ার করেছেন ইলিয়ানা৷ তারপর থেকেই শুভেচ্ছার বন্যা ভরে গেছে নেটদুনিয়ায়৷ তবে বিয়ের আগে প্রেগন্যান্সির খবর দিতেই খানিক সমালোচনার মুখেও পড়েছেন অভিনেত্রী৷
বিয়ের আগেই অন্তঃসত্ত্বা! ইলিয়ানার গর্ভে কি রয়েছে ক্যাটরিনার ভাই-এর সন্তান, করণের কথাই কি তবে সত্যি হল
বিয়ের আগেই অন্তঃসত্ত্বা! ইলিয়ানার গর্ভে কি রয়েছে ক্যাটরিনার ভাই-এর সন্তান, করণের কথাই কি তবে সত্যি হল
advertisement

কয়েক বছর আগেও অষ্ট্রেলিয়ান প্রেমিক অ্যান্ড্রু নিবোনের সঙ্গে রিলেশনশিপে ছিলেন ইলিয়ানা৷ এমনকী একাধিকবার তাকে 'স্বামী' বলেও উল্লেখ করেছিলেন নায়িকা৷ তবে ২০১৯ সালে সেই সম্পর্ক ভেঙে যায়৷ তারপর থেকেই লাভ লাইফ নিয়ে চুপ ছিলেন ইলিয়ানা৷ প্রেমহীন জীবনে আচমকাই মাতৃত্বের খবর দিয়ে ফের শিরোনামে উঠে এসেছেন বলি নায়িকা৷ বলিপাড়ার অন্দরে একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে কার সন্তানের মা হতে চলেছেন ইলিয়ানা?

advertisement

আরও পড়ুন-অভিনয় না করেও কীভাবে কোটি কোটি টাকা আয় করেন রেখা! সম্পত্তির পরিমাণ কত জানেন

আরও পড়ুন-পরপর সব ছবি ফ্লপ! 'কিসি কি ভাই...'-এর মুক্তির আগে অনুরাগীদের কী বার্তা দিলেন সলমন

সেরা ভিডিও

আরও দেখুন
ব্যান্ড, বাজনা, বাজির রোশনাই থেকে উদ্দাম নাচ! ঠাকুমার শেষযাত্রায় অবাক কাণ্ড সিউড়িতে
আরও দেখুন

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিচেলের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন ইলিয়ানা, তেমনটাই শোনা যাচ্ছে৷ চর্চিত প্রেমিকের সঙ্গে ছুটি কাটানোর ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ তবে কি ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ানই ইলিয়ানার সন্তানের বাবা? এমনটাই শোনা যাচ্ছে কানাঘুষোতে৷ তবে প্রকাশ্যে সন্তানের বাবার নাম এখনই আনতে চাইছেন না অভিনেত্রী৷ মলদ্বীপ সফরেও ক্যাটের ভাই সেবাস্তিয়ানের সঙ্গে দেখা গিয়েছিল ইলিয়ানাকে৷ ক্যাটের জন্মদিনের ছবিতে ভাই-বোন,পরিবারের পাশে ইলিয়ানাকে দেখার পর থেকে চর্চা শুরু হয়েছিল৷ তবে সেই জল্পনাকে শিলমোহরও দিয়েছিল বলিউডের পরিচালক-প্রযোজক করণ জোহর৷ করণ জোহরের 'কফি উইফ করণ'-শো মানেই সেলেবদের  ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা। অনেকেই এই শো নিয়ে আপত্তি তুলেছেন ঠিকই, তবে যে যাই বলুক না কেন, নিজের জায়গা থেকে একচুলও নড়তে নারাজ করণ জোহর। এই শো-তেই ইলিয়ানার প্রসঙ্গ উঠে এসেছিল৷ শুধু তাই নয় ক্যাটরিনাকে করণ জোহর এও বলেছিলেন, 'ইলিয়ানার সঙ্গে তোমাদের পারিবারিক সম্পর্ক বেশ ভালই রয়েছে দেখছি'৷ তবে ক্যাট কোনও উত্তর না দিয়ে হাসতেই করণ পাল্টা বলেছিলেন- 'না তোমায় কিছু বলতে না৷ নিজের মাথাতেই ছকটা কষছিলাম৷ কখনও পার্টি, কখন আবার মলদ্বীপ সফরের ছবি দেখেই বুঝেছিলাম সবটা বেশ ভালই এগোচ্ছে'৷ অনেক আগেই হাটে হাঁড়ি ভেঙে দিয়েছিলেন করণ জোহর, তবে কি আগে থেকেই সবটা জানতেন বলিউড প্রযোজক৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ileana D Cruz: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা! ইলিয়ানার গর্ভে কি রয়েছে ক্যাটরিনার ভাই-এর সন্তান, করণের কথাই কি তবে সত্যি হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল